আপনার সম্পর্কে 1০ টি - TopicsExpress



          

আপনার সম্পর্কে 1০ টি আশ্চর্য সত্য যা হয়তো আপনি জানেন না! (পার্ট ১) ১) আপনি যদি স্বাভাবিক হন তাহলে আপনার ব্রেইন Encyclopedia Britannica থেকে ৫ গুন বেশি তথ্য ধারন করতে পারে। ২) আপনার শরীরে তিল কয়টা? বেশি তিল হলে আপনি বেশি দিন বাঁচবেন। বিস্তারিত: nzherald.co.nz/lifestyle/news/article.cfm?c_id=6&objectid=10450883 (যদিও এ বিষয়ে আমার দিমত আছে)। ৩) আপনার ব্রেইন দিনের তুলনায় রাতে বেশি কাজ করে। ৪) আপনার ব্রেইনের ৮০ শতাংশ পানি। ৫) গড়ে প্রতিদিন আপনার মাথা থেকে ৬০-১০০ চুল পরে যায়। ৬) আপনার হাতের মধ্যের আঙ্গুলের নখ অন্যগুলোর তুলনায় দ্রুত বড় হয়। ৭) মেয়দের Heart Beat ছেলেদের তুলনায় বেশি। ৮) মেয়রা পুরুষের চাইতে দুইগুন বেশি চোখের পাতা ঝাঁপটায়। ৯) আপনি যদি বেশি খেয়ে ফেলেন তাহলে কানে শুনবেন কম। ১০) আপনার নাক ৫০,০০০ ভিন্ন ভিন্ন গন্ধ চিনতে পারে।
Posted on: Thu, 10 Oct 2013 09:46:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015