আপনি সুন্দর একটি - TopicsExpress



          

আপনি সুন্দর একটি লাল গাড়ী নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলে পথে এক সুন্দরী মহিলা লিফট চাইল,আপনি খুশী মনে লিফট দিলেন, রাস্তায় বেচারী মহিলার শরীর খারাপ হল, শুরু হল আপনার টেনশন যাক এত সুন্দর গাড়ীকে এম্বুলেন্স বানিয়ে মহিলারে হাসপাতালে নি ডাক্তার বলল – জনাব আপনি বাবা হতে চলেছেন.. আপনার শুরু হল আরেক টেনশন আপনি বললেন আপনি এ সুন্দরী মহিলার বাচ্চার বাপ না। কিন্তু সুন্দরী মহিলা বলে:- না আপনিই তার বাচ্চার বাপ। আহারে আরেক টেনশ অবশেষে পুলিশ আসলো। আপনার মেডিকেল চেকআপ করা হল। রিপোর্ট এলো আপনার বাবা হবার ক্ষমতাই নাই। কি মারাত্নক টেনশন আপনি আল্লাহর হাজার শুকরিয়া আদায় করলেন বিপদ থেকে বাঁচার জন্য। অবশেষে ঘরে এলেন, কিন্তু আপনার মাথায় ঢুকল আরেক টেনশান। মেডিকেল রিপোর্ট কয় আপনার বাবা হবার ক্ষমতাই নাই। তাহলে ঘরে এত বাচ্চা কই থাইকা আসলো? টেনশনের পর টেনশন! ললজ মজা পাইলে একটা লাইক দিয়ে যাইয়েন
Posted on: Fri, 28 Jun 2013 11:58:06 +0000

Trending Topics



:D Olvassátok el lányok :* Nikky* ~Mi
youtube/watch?v=DwkmJFhhoek Who would you follow if you wanted to
tyle="margin-left:0px; min-height:30px;"> Just want to congratulate my sons Chris & Jeff and Jeffs partner
GBM Releases Press Statement, urges Zambians To Rally Behind
My son asked me how long will it take for this country to

Recently Viewed Topics




© 2015