আফিয়া সিদ্দিকি - TopicsExpress



          

আফিয়া সিদ্দিকি গ্রাজুয়েশন করেছিলেন Massachusetts institute of Technology, Uk থেকে এবং PHD করেছিলেন Brandis unversity, US থেকে। ২০০৩ সালে FBI তাকে কিডন্যাপ করেছিল এবং তাকে নিয়ে যাওয়া হয়েছিলো আফগানিস্থানের বাগ্রাম জেলে। জেলে তাকে রাখা হয়েছিলো পুরুষদের সাথে যেখানে ছিল না আলাদা কোন বাথরুমএর ব্যাবস্থা। আমেরিকান সৈন্যরা তাকে যত রকম উপায়ে সম্ভব নির্যাতন করেছিলে। দিনে তাকে কয়েক বার ধর্ষন করা হত। তাকে উলঙ্গ থাকতে বাধ্য করা হত। এবং তাকে বলা হত কুরআনে পাকের উপর দিয়া হেটে যাবার জন্য তার কাপড় ফিরে পাবার জন্য (নাউজুবিল্লাহ)। ২০১০ সালের ফেব্রুয়ারীতে তাকে একপেশে বিচারের মাধ্যমে দেওয়া হয়েছিল ৮৬ বছর সস্রম কারাদন্ড যা ছিল মানবিকতার উপর চরম অন্যায়।৫ বছর পর তার তিন সন্তানের মধ্যে বড় ছেলে ১১ বছর বয়সী আহমাদ সিদ্ধিকীকে মুক্তি দেয় হয় ২০০৮ সালে যাকেও গ্রেফতার করা হয়েছিল তার মায়ের সাথে ২০০৩ সালে। তার ছোট দুই সন্তানের কথা কেউ জানে না। অনেকে বলে থাকে যে তাদেরকে মেরে ফেলা হয়েছে। আফিয়া তখনও FBI এর কাস্টাডিতে। যখন তার বিচার চলছিল তখন তার স্ট্যাটমেন্ট জাজের উদ্দেশ্যে- আপনি তাদের কে ক্ষমতা দিয়েছেন আমাকে রেপ করার, আমাকে উলঙ্গ করে সার্চ করার। আমি তো সেদিন ই মরে গিয়েছি যেদিন আমাকে প্রথম ধর্ষন করা হয়েছিলো এবং উলঙ্গ করে সার্চ করা হয়েছিলো। আমাকে ছেড়ে দিন আমাকে আমার দেশে যেতে দিন। এই পাকিস্তানী বিজ্ঞানী যখন us prison cell এ ৮৬ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তখন তিনি ক্যান্সারে আক্রান্ত হন এবং একই সময়ে তার বন্দিদশায় যৌন নির্যাতনের মাধ্যমে প্রেগনেন্ট করার অভি্যোগ রয়েছে। *****ড. আফিয়া সিদ্দিকী তিনি পাকিস্থানী মহিলা, যিনি পি, এইচ-ডি ডিগ্রীর অধিকারিনী। যাঁর পৃথিবীর বিভিন্ন দেশের, ১৪৪টি অনারারী ডিগ্রী ও সার্টিফিকেট রয়েছে। তিনি পৃথিবীর একমাত্র পি, এইচ-ডি ডিগ্রীধারী নিউরোলজিষ্ট। তিনি হাভার্ড ইউনিভার্সিটির সর্বোচ্চ সম্মানিত ডিগ্রীর অধিকারিনী। তিনি একজন হাফেজে কোরআন। তিনি একজন নামকরা আলেমে দ্বীন। নিচে আফিয়া সিদ্দিকির গ্রেফতারের আগের ও পরের ছবি।
Posted on: Mon, 12 Aug 2013 16:38:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015