আফ্রিকা মহাদেশের একটি - TopicsExpress



          

আফ্রিকা মহাদেশের একটি অন্যতম রাষ্ট্র ঘানা : কিছু তথ্য # বর্তমানে ঘানাতে ২০,০০০ সনাতন ধর্মাম্বলম্বী বাস করে , অথচ এক দশক আগেও এ সংখ্যা ছিলো হাতেগোনা । # সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে , ঘানাতে সনাতন ধর্ম fastest growing religion , অন্য ধর্ম থেকে অসংখ্য মানুষ সনাতন ধর্ম গ্রহন করছে । # স্বামী ঘনানন্দ স্বরসতী ,ঘানাতে সনাতন গনজাগরনের পথিকৃৎ । ভারতে সনাতন ধর্মে দীক্ষা নিয়ে ঘানাতে ফি নির্মান করেন ঘানার প্রথম মন্দির ১৯৭৫ সালে । তিনি আরও ৪ টি মন্দির নির্মান করেন । # বর্তমানে বিভিন্ন সংগঠর সনাতন ধর্ম প্রচারে নিরলস কাজ করে যাচ্ছে ও মন্দির নির্মান করছে । # সম্প্রতি আফ্রিকার ঘানায় তথ্য প্রতি মন্ত্রী নিযুক্ত হয়েছেন সনাতন ধর্মে দীক্ষিত ভিক্টোরিয়া লক্ষ্মী হামাহ । --------------- -------- গর্বের সাথে জোর দিয়ে বলুন আমি হিন্দু এবং আমার ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম । সবাই প্লিজ শেয়ার করে দিন এই পোষ্টটি । (বীর)
Posted on: Mon, 19 Aug 2013 05:50:26 +0000

Trending Topics



give a massive thank you to Portsmouth MX club and their

Recently Viewed Topics




© 2015