আব্রাহাম ডি ভিলিয়ার্স, - TopicsExpress



          

আব্রাহাম ডি ভিলিয়ার্স, বতর্মান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা আমরা অনেকেই জানি না যা তা হল এবি শুধু ক্রিকেটেই না আরো অনেক বহুমুখী প্রতিভার অধিকারী । এবি সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল ও হকি দলের শর্ট লিস্টে।অধিনায়ক ছিলেন দক্ষিণ আফ্রিকা জুনিয়র রাগবি দলের। স্কুল সুইমিংয়ে তার রয়েছে ছয়টি জাতীয় রেকর্ড যা এখনও কেউ ভাঙতে পারে নি। দক্ষিণ আফ্রিকার জুনিয়র ১০০ মিটার স্প্রিন্টে সেরা টাইমিং তার। টেনিসেও ছিলেন দক্ষ।দক্ষিণ আফ্রিকা জুনিয়র ডেভিস কাপ টিমের সদস্য। অনূর্ধ্ব ১৯ ব্যাডমিন্টনে হয়েছিলেন ন্যাশনাল চ্যাম্পিয়ন। নেলসন ম্যান্ডেলার কাছ থেকে স্বর্ণপদক পেয়েছিলেন সায়েন্স প্রজেক্টের জন্য। গলফ খেলাতেও আছে তার পারদর্শিতা। ক্রিকেটেও বোলিং ,ব্যাটিং, কিপিং,ফিল্ডিং সব বিভাগেই তিনি অসাধারণ দক্ষ।ক্যাপ্টেন এবির পারফরমেন্সও দেখার মতো।তার আরো একটি গুণও আছে । তিনি ভাল গানও গাইতে পারেন । তার বেশকিছু গানের অ্যালবামও রিলিজ হয়েছে দক্ষিণ আফ্রিকায়। সত্যিই একজন ট্রু চ্যাম্পিয়ান !!
Posted on: Tue, 23 Dec 2014 10:06:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015