আমি অন্তর থেকে একটা সত্য - TopicsExpress



          

আমি অন্তর থেকে একটা সত্য কথা বলি।আমি প্রথমে চর মোনাইয়ের পীরের কথা শুনে ভাবলাম সে সঠিক পথের মানুষ ।তার সমর্থন কোরবো কিন্তু আমি যখনি তার সম্পর্কে আরো জানতে তার বিডিও গুলো দেখতে শুরু কোরলাম দেখতে পেলাম সে আসলে ভূল পথের মানুষ ।সাধারন মানুষ কে দোকা দিয়ে যাচ্ছে।তাই আমি বলি যারা তার বক্ত তার সম্পর্কে ভালো কোরে জানুন তার কথাগুলো কোরআন হাদিসের কতটুকু মিল আছে r সে কতটুকু মানে। দেখুন চরমোনাই পীর কি কৌশলে তার মুরিদদের ব্রেইন ওয়াশ করে... চোরের হাত পীরের হাতের সাথে লাগার কারণে পীর যদি তাকে পুলসিরাত পার করে দেয় (নাউযুবিল্লাহ), তাহলে মুরীদ যারা পীরের হাতে ধরে বায়াত হবে এদের কত বড় ফযীলত! দেখুন পীরের লেখা বই –ভেদে মারেফত পৃষ্ঠা ২৭-২৮। অথচ অন্যকে পুলসিরাত পার করাতো দূরের কথা,কেয়ামতের ময়দান এতো কঠিন হবে যে নবী রাসুলেরাও ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন! আর এইসমস্ত সুফী পীরেরা নাকি মানুষকে পুলসিরাত পার করে দেবে?? লা হা’উলা ওয়ালা কুওয়্যতা ইল্লা বিল্লাহ। এইসব হচ্ছে ভন্ডামি, ধর্মের নামে ব্যবসা - মিথ্যা তরীকত আর পীরের উসীলা দিয়ে কাস্টমার (মুরীদ) ধরা, কারণ যত বেশি মুরীদ তত বেশি ইনকাম... এইজন্য এক ওয়াজে চরমোনাই পীর বলে, “কেয়ামতের দিন তার বাবা ইসহাক সাহেব, ভাই ফযলুল করিম সাহেব বড়বড় জাহাজে করে পার হবে। আর তারা তাদের মুরীদদেরকে ফালায়া জান্নাতে যাবেনা”,মানে তারা তাদের মুরীদদেরকে জান্নাতে নিয়ে যাবে। চরমনাই পীর রেজাউল করীমের নিজের মুখ থেকে শুনেন সে কি বলছে...!! youtube/watch?v=Q2po6LT6vuo এটাই হচ্ছে পীরদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, পীরের অসীলা ধরে, পীরের হাতে বায়াত করে মুরীদদেরকে নাজাত দেওয়ার মিথ্যা আশ্বাস... চরমনাই পীরের শিরকি কুফুরী কিচ্চাঃ https://facebook/photo.php?fbid=710429372323146&set=pb.125167817515974.-2207520000.1391840116.&type=3&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-e-a.akamaihd.net%2Fhphotos-ak-frc3%2Ft1%2F1689941_710429372323146_461523403_n.jpg&size=858%2C616 এক রাখাল নাকি আল্লাহকে ছাগলের দুধ খাওয়াইবে (নাউযুবিল্লাহ)! আল্লাহকে নাকি সাজায়া পড়াইয়া দেবে (নাউযুবিল্লাহ)! এই সমস্ত শিরকি কথার উপরে আল্লাহ তাআ’লা সন্তুষ্ট (নাউযুবিল্লাহ)! নিজের কানে শুনুন চরমোনাই পীরের বক্তব্যঃ youtube/watch?v=w9i40UUpQW0 এইসব কথাবার্তা শুনেও যাদের অন্তরে তালা লেগে গেছে - যাদের পীরের ভক্তি আল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে বেশি তারা উলটা আমাদেরকে গালি দেয়। কি জঘন্য পীর!! আল্লাহর নাকি আন্দাজ নাই (নাউযুবিল্লাহ) !!! দেখুন ভেদে মারেফত ১৫ নাম্বার পৃষ্ঠা। https://facebook/photo.php?fbid=710429372323146&set=pb.125167817515974.-2207520000.1391840116.&type=3&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-e-a.akamaihd.net%2Fhphotos-ak-frc3%2Ft1%2F1689941_710429372323146_461523403_n.jpg&size=858%2C616 একজন মানুষের মা-বাবার বিরুদ্ধে বললে সে ক্ষেপে যায়,আর আল্লাহ রাব্বুল আলামীনের নামে আজেবাজে কথা বলা হয় (নাউযুবিল্লাহ) আর এইগুলো শুনে মুরিদের মজা পায়। এই হচ্ছে তাদের ঈমান্‌... পীর-মুরিদী ইসলামে নাইঃ https://facebook/photo.php?v=457349234361365&set=vb.125167817515974&type=3&video_source=pages_video_set কে এই চরমোনাই পীর? https://facebook/photo.php?v=481525645277057&set=vb.125167817515974&type=3&video_source=pages_video_set চরমোনই মনসুর হাল্লাজের মতো মুর্তাদ শয়তানকে আল্লাহর অলী মনে করেঃ https://facebook/photo.php?v=481941395235482&set=vb.125167817515974&type=3&video_source=pages_video_set চরমোনাইয়ের মুরিদেরা এইভাবে ভুয়া জিকির করে কারণ তাদের পীরে এই বেদাত শিক্ষা দেয়ঃ https://facebook/photo.php?v=696443150388435&set=vb.125167817515974&type=3&video_source=pages_video_set চরমনাই পীরের মুরিদদের কান্ড দেখুনঃ https://facebook/photo.php?v=711070888925661&set=vb.125167817515974&type=3&video_source=pages_video_set বিঃদ্রঃ আমাদের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই, চরমোনাই পীরের বই ভেদে মারেফাত, মাওয়ায়েজে কারিমিয়া আর তার ওয়াজগুলো সংগ্রহ করে বা মাহফিলে গিয়ে সরাসরি শুনলে দেখতে পারবেন সে ধর্মের নামে মানুষকে কি পরিমান পথভ্রষ্ট করেছে।হাদিস ও কোরআন থেকে দু এক টি ক্থা শোনায় যাতে মানুষ বুজতে পারে যে পীর তো সঠিক পথেই আছে ।আপনারা তার পুরো কথা কোরআন ও সহীহাদীসের সাথে মিলিয়ে দেখবেন ।আমার ১০০% বিশ্বাস যে কেউ যদি এমন করে সে দেখবে যে এই পীর মূলত জাহান্নামি এবং তার বিশাল বাহিনীকে জান্নাতের নাম দিয়ে জাহান্নামের দিকেই নিয়ে যাবে। # যাচাই করুন, নিজের ঈমান-আকীদাকে
Posted on: Mon, 22 Sep 2014 02:44:30 +0000

Trending Topics



30px;"> WOW Jackie looks great!!!! Order Skinny Fiber here
3 things we learned from Chelseas 1-1 draw with Manchester

Recently Viewed Topics




© 2015