আমি আপনাদের সাথে আমার - TopicsExpress



          

আমি আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতার বিসয় শেয়ার করতে চাচ্ছি। আমি মনে করি আমার এই পোস্ট টি পরে নতুন স্টুডেন্টরা বা জারা ACCA করতে চাচ্ছে INTERMEDIATE এড় পর তাদের অনেক উপকারে আসবে। এডমিন ভাই প্লিজ আমার পোস্ট টি নন-প্রফেসনালিসম এর দোহাই দিয়া রিজেক্ত করবেননা।সত্য কথা বলতে ত কোন দোষ নাই, সত্য কথার সাথে কোন আপোষ করা থিক না।আমি মনে করি এই বিসয় গুলা জানা নতুন স্টুডেন্ট দের জন্য খুব দরকার। And after all we learned that a professional accountant should act in the best interest of public. আমি একজন ACCA স্টুডেন্ট, শুধু P7 পেপার টা পাস করা বাকী।আমি HSC এড় পর ACCA করা শুরু কড়ি, ৩ বছর সময় নষ্ট করে ফেলেছি।আমি JU তে চান্স পেয়েছীলাম, কিন্তু আর পড়া হয়ই নি। আমি মনে করি কোনও ACADEMIC ডিগ্রী ছাড়া ACCA করাটা আমার জীবনের একটা চরম ভুল বলাই চলে। কী পরিমাণ ভুল ছিল টা ভাবতে গালে খূব খারাপ লাগে।HSC এড় পরে খূব উৎসাহ নিয়া ACCA করা শুরু করলাম। ভাবলাম একটা UK ডিগ্রী মানেই অনেক কিছু। ACCA করলেই লাইফ একেবারে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর বিদেশে তো জব নিশ্চিত। অনেকে বলেছিলও তুই আগে HONS/MASTARS কর ভালো কোনও জাইগা থেকে। কিন্তু তাদের কথা পাত্তাই দিলাম না, ভাবলুম OXFORD BROOKES থেকে যখন ডিগ্রী পাবো বাংলাদেশের ডিগ্রী দরকার কী! বাবা অনেক বলেছিলও তুই আগে HONS কর তারপর জা খুশী কর। কিন্তু শুনলাম না কথা। এরপর PART-2 শেষ করে বিভিন্নও জব analysis করে জা জানতে পারলামঃ -The basic requirement of almost every job is to be a graduate must and for good position you should also have a mastars। Your academic result must must be considered by the employers. Professional degree is considered to the employers as OPTIONAL,not COMPULSORY. -Executive positions which prefer CA(cc) also requires mastars/MBA . -Almost all entry level accounts job requires at least 1 year experience. That mean you should have some kind of CA firm experience to enter in a company. -You can’t be a professional until you have experience. Even if you are affiliate you would be treated by the employers as a fresh graduate. BD Employers give much value to good MBA holders than ACCA affiliate. The thing that is the first priority to employers is practical experience. -Most(I can say 95%) BD employers don’t know about ACCA. -I also analysed many UK jobs. Although ACCA is a UK degree, almost all UK accounts job’s require a bachelor must and with a professional degree is preferred. Not just only ACCA /CIMA! -World Big four firms also recruit their trainee on the basis of a good graduation. If you don’t have degree you can’t enter here. Having a professional degree is not their main requirement for entry position. আমি কিছু চাকুরিগত সমস্যা তুলে ধরলাম। এইবার আসুন একটা HONS/MASTARS না থাকলে আপনি সামাজিক ভাভে কিভাভে বিব্রত হতে পারেন তা বলছি। ধরুন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট বা পাসপোর্ট বা ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন। ফর্ম এ আপনার সরবচ্চ শিক্ষাগত যোগ্যতা লিকতে বলা হবে। আপনি কিন্তু এইখানে ACCA লিখতে পারবেন না কারন ACCA কোনও ACADEMIC ডিগ্রী না, এটা একটা extra optional degree যেটা আপনি চাইলে করতে পারেন বারতি acceptance এর জন্য। তাহলে আপনি যখন আপনার সরবচ্চ যোগ্যতা hsc লিখবেন তখন আপনার নিজের কাছেও একটু খারাপ লাগবে কারন আমরা জানি একজন intermediate পাস ছেলেকে সাধারনত পুরপুরি শিক্ষিত ধরা হই না। আপনি একসময় বিয়ে করতে যাবেন, তখন কনে পক্ষ অবশ্যই যানতে চাইবে বর এর শিক্ষাগত যোগ্যতা। তারা যদি শুনে ছেলেটা শুধু hsc পাস তাহলে কি তারা কখন আপনার সাথে তাদের মেয়েকে বিয়া দিতে চাইবে??? যদি বিয়া দে ও আপনি দেখবেন আপনার WIFE HONS/MASTARS করেছে আর আপনি শুধু HSC পাশ! তখন আপনার কাছে নিশ্চয়ই খারাপ লাগবে। আমাদের মতো গরীব দেশের লোকেরা ACADEMIC আর PROFESSIONAL ডিগ্রী কে এক করে ফেলেছে। ACADEMIC ডিগ্রী হচ্ছে বাধ্যতামূলক অর্থাৎ শিক্ষিত হতে গেলে আপনাকে এটা করতেই হবে। আর PROFESSIONAL ডিগ্রী হচ্ছে OPTIONAL, অর্থাৎ এটা চাইলে আপনি করতেও পারেন,না করলেও কোনও সমস্যা নাই। উন্নত দেশ যেমন UK/USA স্টুডেন্ট রা আগে ব্যাচেলর শেষ করে, তারপর কোনও জব আ ঢূকে যাই। তারপর ২/৩ বসর কাজ করার পর কোনও প্রফেশনাল ডিগ্রী বা MBA করে PROMOTION এর জন্য। এটাই হচ্ছে ACCA বা অন্য কোনও প্রফেশনাল ডিগ্রী নেয়ার সঠিক মাধ্যম। প্রফেশনাল ডিগ্রীর বেপারটা অনেকটা FOOD SUPPLEMENT এর মতো। অর্থাৎ আপনি বাড়তি পুষ্টির জন্য এক্সট্রা খাবার খাবেন। Professional degree is not ALL IN ONE. UK টে UNIVERSITY গুলার WORK PLACEMENT RATE এ দেখবেন ৮০/৯০ ভাগ স্টুডেন্ট graduation এর পর কাজ পেয়ে যাই। কই তারা কি কাজ পাওয়ার জন্য ACCA করছে?তাছাড়া বেশিরভাগ accounts জব আ যেই কাজ সেতা graduation দিয়া হয়ে যাই। এইবার oxford brookes এর ডিগ্রী তা সম্পর্কে বলি। আমার মতে এই ডিগ্রী টার উপর নির্ভর করে থাকাতা একটা চরম বোকামি হবে। কারন obu ডিগ্রী তা বাংলাদেশের কোম্পানি গুলা accept করে না। তাছাড়া এই ডিগ্রী তা দিয়া আপনি বাংলাদেশর কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে post graduation এ ও ভর্তি হতে পারবেননা।যে ডিগ্রী তে এত LIMITATION সেই ডিগ্রী তার উপর আপনি পুরোপুরি কেণো নির্ভর করবেন! যদি আপনি UGC থেকে ডিগ্রী টা অনুমোদন করানও তবুও JOB INTERVIEW এর সময় EMPLOYER যদি জানতে পারে যে এটা আপনি কোনও রকম CAMPUS LIFE/PHYSICAL ATTENDANCE ছাড়া পেয়েছেন তাহলে কী তারা বেপারটা সহজ ভাবে নিবে বলে মনে হয়?? এখন আবার দেখলাম OBU AUTHORITY mentor সিলেকশন এর বেপারে অনেক করাকরি করে দিয়েছে জয়ার ফলে এই ডিগ্রী নেওয়ার খরচ অনেক বেরে যাবে। আরেকটা বেপার হল, আপনি যদি বাংলাদেশ এ কাজ করতে চান এবং chartered accountancy profession কে বেছে নেন তাহলে কেন আপনি ICAB টে JOIN না করে ACCA টে আসবেন?The general rule is that you first choose your country’s accredited professional body and then later if you want you can choose other international degree by exemption policy.আমাদের icab রা employer দের কাছে well-trusted.সবাই তাদের ভালভাবে চিনে।তারা পাকিস্তান আমল থেকে কাজ করে যাচ্ছে, তারা legally approved,তাদের signing power আছে।সব ACCOUNTS EXECUTIVE POSITION এ CA(cc) চায়। আর ACCA শুধু uk gov দারা স্বীকৃত। যদি আপনি uk তে কাজ করতে চান তবে ACCA টে আসতে পারেন।আসলে ACCA/ICAB/ICAEW/ICMA/CIMA সবার পড়াশুনা অনেকটা একই, শুধু পার্থক্য কেও AUDIT/TAX নিয়া বেশী ফোকাশ করে আর কেও MANAGEMENT ACCOUNTING/FINANCE নিয়া বেশী ফোকাশ করে। আপনার যদি বাংলাদেশের নরমাল graduation এর প্রতি interest না থাকে তাহলে আপনি uk তে graduation করার সিদ্ধান্ত নিতে পারেন। আপনি সেখানে সুন্দর campus life পাবেন, পার্ট টাইম জব করার সুযোগ পাবেন, ফাইনাল ইয়ার এ internship করার সুযোগ পাবেন,অনেকের সাথে চেনা জানা হবে, আর university গুলার work placement rate ও অনেক বেশি। আপনি accounts & finance মেজর নিয়া পরলে ACCA তে ৯ টা পেপার পর্যন্ত exemption পাবেন। একবার ভাবুন এই way তে ACCA করাটা কতই না ভাল হয়.. বাংলাদেশের ACCA স্টুডেন্ট দের মধ্যে একটা বিষয় লক্ষ করা যায় যে তারা পাবলিক UNIVERSITY স্টুডেন্ট বিশেষ করে DU স্টুডেন্ট দের অনেকটা ঘৃণার চোখে দেখে। এইটা একটা চরম মূর্খতা। আমি তো DU তে পরীক্ষা দিয়েছি আমি জানি কী পরিমাণ ট্যালেন্ট আর ফাস্ট হওয়া দরকার এখানকার ACCOUNTS/FINANCE এ চান্স পেতে।একবার নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে নিজের অবস্থান টা বাঞলাডেষে কোথায় তা ভাবুন তারপর বুঝবেন।আপনি যদি এইধরনের অহংকারের মধ্যে থাকেন তাহলে আপনি নিজেকেই ধোঁকা দিচ্ছেন! আমি আপনাদের জা জা বলেছি টা যদি ২ বছর আগেও বুঝতে পারতাম তাহলে আমার এই খারাপ অবস্থা হতো না।আমি চাই না আর কোনও নতুন স্টুডেন্ট ACADEMIC ডিগ্রী না নিয়ে ভুল করুক।AFFILIATE হওয়া নিয়া আমার তেমন কোনও INTEREST নাই। তবুও যখন শুরু করলাম শেষ তো করতেই হবে।আর একটা কথা কখনও কোন information পেলে সেটাকে নিয়া analysis করবেন, google এ খুজলেও অনেক কিছু যানতে পারবেন।সিনিয়র ভাইদের যারা বিভিন্ন সেক্টর এ কাজ করছে তাদের কাছ থেকে পরামর্শ নিবেন, তারা নিশ্চয়ই আপনাকে বিমুখ করবেনা। তারপর সিদ্ধান্ত নিবেন।আপনার প্রতি আপনার পরিবারের অধিকার আছে তাই এমন কোন সিদ্ধান্ত নিবেন না যাতে আপনার পরিবার বিব্রত হতে পারে।
Posted on: Sun, 24 Aug 2014 07:52:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015