আমি একজন মৌলবাদী - I am a - TopicsExpress



          

আমি একজন মৌলবাদী - I am a Fundamentalist ‘মৌলবাদী’ - শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মুখ ভর্তি দাড়ি, লম্বা পাঞ্জাবী আর মাথায় টুপি দেয়া একজন মানুষ। যার কাজ মোটামুটি বোমা বানিয়ে যেখানে সেখানে হামলা করা (‘সাধারণ’ ধারনা মতে জিহাদ করা)। সুন্দর চিন্তা। এখন যদি আমি বলি আমি একজন মৌলবাদী, তাহলে উক্ত ধারণাসম্পন্ন কেউ আমার কথা বিশ্বাস করবেন না, অথবা চোখ কুঁচকে ফেলবেন। বলবেন আয় হায়! এতোদিন কি এক জঙ্গির সাথে ফ্রেন্ডশিপ করলাম? এই প্রশ্নের উত্তর পেতে হলে চলুন একটু জেনে নেই মৌলবাদ জিনিসটা আসলে কি। “An attitude stressing strict and literal adherence to a set of basic principle” কোন বিষয়ের মৌলিক দিক ও বিষয়বস্তুর প্রতি অটুট থাকা হল মৌলবাদ। ধরা যাক আপনি একজন পদার্থ বিজ্ঞানী। আপনি পদার্থ বিজ্ঞানের মৌলিক বিষয়গুলির প্রতি অবশ্যই অটুট থাকবেন। এই বিষয়গুলো অস্বীকার করলে আপনি কখনোই একজন পদার্থ বিজ্ঞানী হতে পারবেন না। একই কথা পৃথিবীর সকল বিজ্ঞানের শাখার ক্ষেত্রে প্রযোজ্য। আবার ধরা যাক আপনি একটি অফিসের আক্যাউন্টেন্ট। আপনার মৌলিক বিষয় হল সঠিক হিসেব রক্ষন। সঠিক সময়ে হিসেবের নিশ্চয়তা। কোন প্রকার দুর্নীতিতে অংশ না নেয়া। আপনি একজন সৎ আক্যাউন্টেন্ট হিসেবে অবশ্যই এসব মূলনীতিতে অটুট থাকবেন। ::::::::::::এই যে নির্দিষ্ট কোন মৌলিকতাতে অটুট থাকার প্রবণতা বা বৈশিষ্ট্য - একেই বলে মৌলবাদ। Wikipedia এর ডেফিনিশনে বলা আছে “Fundamentalism is strict adherence to specific theological doctrines typically in reaction against the theology of Modernism.” এখানেও আমরা একই বিষয় পাই। তবে অতিরিক্ত হিসেবে পাই - MODERNISM এর বিপরীত প্রতিক্রিয়া হল মৌলবাদ । হ্যা। ঠিক। MODERNISM কি সব সময়ই আমাদের জন্য উপকারী? আধুনিক সবই কি আমাদের জন্য কল্যাণকর? অবশ্যই নয়। এখনকার যুগে আজকে প্রেম, কালকে সেক্স, পরশু ‘টা-টা’ – এটাই আধুনিকতা। এটা আপনি হয়ত করেন না, আপনার সাথে হয়ত হয়নি, তাই বলে কি এটা মিথ্যা? মোটেও না। এ সমাজে পশ্চিমা সংস্কৃতির প্রভাব হিসেবে এই সব নোংরা আধুনিকতা ঢুকে পরেছে। ভেবে দেখুন, একটি ছেলে যদি আপনার ছোট্ট বোনটির সাথে এই ধরনের আধুনিকতা করে আর বলে – “খামান ম্যান! টেইক ইট ইইইইজিইইই। ওয়াটস দ্যা বিগ ডীল?? শী মেইড মি ফা* হার, ইট ওয়াসণ্ট এ রেইপ!! ইটস অ্যা পার্ট অফ লাইফ। গেট অন উইথ ইট ডূড!!” এই আধুনিকতার তখন আপনি ঘোর বিরোধী হবেন। এই বিরোধীতাকেই বলে মৌলবাদ। আমাদের দেশে মৌলবাদকে ইসলামি গ্রাফিক্স এ ডিসাইন করা হয়েছে। কেন হয়েছে, সে আলোচনায় না যাই। তবে এর পেছনে সবচেয়ে বড় অবদান পশ্চিমা দেশ। সোজা কথায় যুক্তরাষ্ট্র। আমাদের সভ্য(?) ও আধুনিক(?) বানানোর ট্রেইনার। অথচ এই যে মৌলবাদ বা FUNDAMENTALISM শব্দ – এটার উৎপত্তিস্থল কিন্তু এই খোদ আমেরিকা। ১৮৯০ থেকে ১৯৭০ এর মাঝে এর উৎপত্তি। ক্যাথলিসমকে হটিয়ে নতুন প্রটেস্টানিসম প্রতিষ্ঠার প্রচেষ্টার মধ্য দিয়ে শুরু হয় মৌলবাদের। সেই মৌলবাদ কিন্তু এই ২০১১ সালেও আমেরিকায় যথার্থ সফল। আমি আমার ধর্ম ইসলামের যে মৌলিক বিষয়, যে বেসিক প্রিন্সিপাল রয়েছে, তাতে অটুট থাকি। তাকে আকড়ে ধরি। নোংরা আধুনিকতা কে না বলি। প্রতিবাদ করি। তাই আমি মৌলবাদী। এবং আমি এর জন্যে গর্বিত। প্রথমেই আপনার মনে যে প্রশ্ন জেগেছিল, তার উত্তর কি পেয়েছেন? না, আপনি ফ্রেন্ডলিস্টে কোন জঙ্গি রাখেন নি। মৌলবাদী আর জঙ্গি এক নয়। এই যে মৌলবাদ আর জঙ্গিবাদ এক করে দেখা, এটা আমাদের Misconception এর একটা অংশ। এর জন্য যতটা না আমাদের জ্ঞান দায়ী, তার চেয়ে বেশি দায়ী পশ্চিমা বিশ্বের আগ্রাসী মনোভাব। আইনস্টাইন যদি পদার্থবিজ্ঞানের মৌলবাদী হতে পারেন, ডারউইন যদি বিবর্তনবাদের প্রতি মৌলবাদী হতে পারেন, মহাত্মা গান্ধী যদি গান্ধীবাদের প্রতি মৌলবাদী হতে পারেন, তবে আমি আমার ধর্মের প্রতি মৌলবাদী হলে সমস্যা কোথায়?? সবার ভুল ধারনা কেটে যাক, এই কামনা রাখি।
Posted on: Wed, 21 Jan 2015 10:58:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015