আমি এমন একটি টিপস শিখবো - TopicsExpress



          

আমি এমন একটি টিপস শিখবো যে টিপস দিয়ে আপনি পেন ড্রাইভ/ কম্পিউটার ড্রাইভে নিজের ছবি দিতে পারবেন অনেক সহজ ভাবে। তাহলে আসুন নিয়মটা শিখে নিই, প্রথমে Notepad চালু করুন । এবার নিচের লেখা গুলো লিখুন অথবা কপি করে পেষ্ট করুন। [autorun] Icon=hossianBD.bmp এবার উপরের লেখাগুলো autorun.inf নাম দিয়ে সেভ করে রাখুন। এবার আসুন আইকন তৈরি করার পালা, যে আইকন আপনি ইমেজে ব্যবহার করবেন। প্রথমে আপনি যে ছবি আইকনে দিবেন তা নির্বাচন করুন। এবার ছবিটা Photoshpe /MS Paint এর প্রোগ্রাম চালু করুন। আমি কাজটা ফটোশপে মাধ্যমে করেছি আপনি ইচ্ছা করলে MS Paint কাজটা করতে পারেন। এবার File থেকে Open এ ক্লিক করে আপনার পছন্তমত ছবি নির্বাচন করে ফটোশপে ওপেন করুন। এখন টুলবার থেকে Crop সিলেক্ট করে ছবিটা ৬০ pixel বাই ৬০ pixel রিসাইজ করে HossianBD.bmp নামে সেভ করুন। সবশেষ ছবি আর লেখা দুইটি ফাইলকে কাট বা কপি করে পেন্ড্রাইভে পেস্ট করুন। তারপর পেনড্রাইভটি খুলে আবার প্রবেশ করান। আর দেখুন জাদু...। বিঃদ্রঃ এভাবে কম্পিউটারের সকল ড্রাইভেই আপনার পছন্দের ছবি ব্যবহার করতে পারবেন by Riat
Posted on: Sat, 14 Sep 2013 09:38:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015