আমি ও আমার বন্ধুরা মিলে - TopicsExpress



          

আমি ও আমার বন্ধুরা মিলে একটা জিনিশ লক্ষ্য করলাম যে, মিরসরাই এর অনেক নামীদামী মানুষ আছে।কিন্তু ভালো জায়গায় পৌঁছানোর পর এরা আর এলাকার কথা মনেই রাখে না এবং শহরে গিয়ে নিজেদের গুটিয়ে রাখে। মিরসরাই এর বেশিরভাগ অর্থনীতি বিদেশ নিরবর। যেহেতু এখন Middle-East এর ভিসা বন্ধ সেহেতু অনেক ছেলে-পুলে বেকার হয়ে গেছে।কিন্তু এদের যথেষ্ট মেধা আছে।এরা বেকার থাকার মত ছেলে নয়।কিন্তু এদের কাছে যথেষ্ট নিয়ম-কানুন ও সিস্টেমের অভাব আছে যার কারনে তারা বেকার থাকতে হচ্ছে। আমি ও আমার কিছু পরিচিত বন্ধুরা চাচ্ছি এলাকার জন্য কিছু করতে।অন্যান্য এলাকার ছেলেরা স্টুডেন্ট ভিসা নিয়ে USA,UK,Finland,Germany চলে যাচ্ছে। কিন্তু আমাদের এলাকায় এই হার অনেক কম বা না বললেই চলে।এইখানে আমি অনেক আগেই Firm খুলতে চেয়েসিলাম।কিন্তু অনেকেই আমাকে বলসে মিরসরাই এর স্টুডেন্ট রা এত মেধাবি না যে বিদেশে পরতে পারবে।কিন্তু আমার টা মনে হয় না।আমাদের এলাকার ছেলেরা ইচ্ছা করলে America-Europe যেতে পারবে ও মাসে স্টুডেন্ট জব করে ১.৫-২ লক্ষ টাকা কামাতে পারবে।অনেকেই হয়ত জানেনা Finland,Germany তে কোন tution fee নেই। কিন্তু বাস্তবতা অনেক কঠিন।অনেকেই আই সকল বেবসা করে লাভের আশায়।কিন্তু আমরা তা করছিনা। ভিসা না হলে আমরা কোন profit নিচ্ছি না।আগে সেবা,তারপর টাকা।অনেকে ভুল-টুল বুজিয়ে টাকা হাতিয়ে নেয়।কিন্তু আমরা সত্য ভাবেই এগিয়ে যেতে ছাই।হালাল থেকে সামনে এগুলে আল্লাহ অবশ্যই বরকত প্রদান করবেন। অনেকেই বলে IELTS ছাড়া বিদেশ যাওয়া জায়।কিন্তু আমরা বলব না যাওয়াই বেটার।কারন ভিসা reject খাবেন।জব পেতেও সমস্যা হয়। আমরা এক মাসের দরকার হলে training দিব ফর IELTS.তারপর ও যদি কেও না করতে চায় নিজের ভাগ্যের উপর সব ছেরে দেয় তাহলে ত আমাদের উপর কিছু করার নেই। কিন্তু এত কিছু করার আগে চাই পৃষ্ট-পোষকতা।আপ্নারা কি আদ্য মনে করেন এমন কিছু আসলেই মিরসরাই এ দরকার? বিস্তারিত জানতে আমাকে ফোন ও করতে পারেন। কাউসার আহমদ সাগর-০১৮১৮৮৪২১১৩ যদি আপ্নারা মনে করেন এমন কেও নেই ,বা করে কোন ফায়দা নেই বা কোন ট্যালেন্ট ছাত্র নেই তাহলে আমি না হয় আগাবো না।আপ্নাদের সুনিশ্চিত মতবাদ চাই প্লিজ।
Posted on: Thu, 15 Jan 2015 16:49:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015