আমি ক্যামপাসেই থাকি , ১:৩০ - TopicsExpress



          

আমি ক্যামপাসেই থাকি , ১:৩০ এর ট্রেনে কখনো শহরে যাইনি । গতকাল আমরা ৭ জন ১:৩০ এর ট্রেনে যাওয়ার জন্য ALWAYS বগিতে ১১:৪৫ এ সিট ধরে রাখছিলাম । ট্রেন ছাড়ার ৫ মিনিট পর বগির এক পোলা বলতেছে সিট ছাড়েন , মেয়েরা [ মানে, তাদের gf রা ] বসবে ! আজব ! আমরা তো ভর্তির সময় ট্রেনের ভাড়া দিয়েই ভর্তি হইছি, তো তারা দল করে দেখে তাদের জন্য রাখা [ মানে, জোর করে দখল করে রাখা ] পেছনের সিট ২টা ছাড়া যে পুরু বগিতে ক্ষমতা দেখায়ে ক্ষমতার অপব্যবহার করবে, তার মানে কি !!!!! বগির পোলারা কি অন্যদের তোলে দিয়ে মেয়েদের সিটে বসিয়ে মেয়ে পটানোর ধান্ধায় থাকে নাকি !!! কিছু বলার নাই , তবে একটা কথা , অন্যান্য পাবলিক ভার্সিটির চেয়ে CU তে অধ্যয়নরত নরমাল শিক্ষার্থীরা সুযোগ - সুবিধা থেকে অনেক পিছিয়ে আছে !!! Md Mizanur Rahman
Posted on: Wed, 03 Jul 2013 06:49:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015