আমি খুব ভাগ্যবান যে আমি - TopicsExpress



          

আমি খুব ভাগ্যবান যে আমি বড়লোকের সন্তান না. . . আমি খুব ভাগ্যবান যে আমার বাবা মা আমাকে আধুনিক বানানোর চেষ্টা করেন নি. . . হয়তবা আমি একারণেও ভাগ্যবান যে আমি আধুনিক হতে চাই নি. . . যদি হতাম, তাহলে হয়ত আমিও আজ ঐশীর জায়গাতেই থাকতাম. . . ঐশীর মাসিক হাতখরচ ছিল দুই লক্ষ। একজন কিশোর বা কিশোরী যখন এতগুলো টাকা একসাথে হাতে পায়, তখন তার এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে এত টাকা দিয়ে সে কি করবে। তখন আশেপাশের বন্ধুদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ আসতে থাকে, আর তখন কিশোর কিশোরীরা সেই পরামর্শই বেছে নেয়, যেটা একটু আলাদা। অর্ধশতাধিক ক্ষেত্রেই সেই পরামর্শটি হয়ে থাকে-"একটা টান দিয়ে দেখি"! এভাবেই আস্তে আস্তে ঐশীরা ধ্বংসের মুখে হেলে পড়তে থাকে. . . ঐশীর ধনী বাবা মা চেয়েছিলেন তাকে আধুনিক বানাতে। সেই আধুনিক মেয়ে, বাংলা ছবি যার চোখের বিষ, রবীন্দ্র সংগীত বা লালনগীতি যার কাছে বোরিং, বাংলা সাহিত্য যার কাছে ব্যাক ডেটেড. . . আমরা খুবই ভাগ্যবান যে আধুনিক নই, আমরা ব্যাকডেটেড রুচিসম্পন্ন. . . যারা এখন ঐশীকে গালাগাল করছেন, তারা একটু নিজেকে প্রশ্ন করুন, আসল অপরাধী কি মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন ঐশী, নাকি তার হাতে নিহত তার আধুনিক বাবা মা??? Dewan Tanvir Ahmed
Posted on: Sun, 18 Aug 2013 16:43:20 +0000

Trending Topics



In Thor (2011), the Norse god Thor (the lovely Chris Hemsworth) is

Recently Viewed Topics




© 2015