আমি গর্বিত যে আমি একটা - TopicsExpress



          

আমি গর্বিত যে আমি একটা বাংলা মিডিয়াম এর স্টুডেন্ট। দোষ ঐশী রহমানের নয়। দোষ হল ঢাকার প্রান কেন্দ্রে অবৈধ ভাবে গজিয়ে ওঠা জারজ কিছু ইংলিশ মিডিয়াম স্কুলের। যেখানে শিশু রা ঢোকে মানুষের বাচ্চা হয়ে, আর বেড় হয় জানোয়ারের বাচ্চা হয়ে। সরকার যুদ্ধাপরাধের বিচার ও রাজাকারের ফাসি নিয়ে খুব মাতা-মেতেছে। ,কিন্তু ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুল গুলোতে দিনের পর দিন তৈরি হয়ে যাচ্ছে হাজার হাজার রাজাকারের বাচ্চা।এর জানেনা বাংলাদেশের ইতিহাস, এদের শেখানো হয়না কোন ধর্মীও পরম্পরা ও বাঙ্গালী সংস্কৃতি। এরা শুধু শেখে কি করে ইয়াবা খাইতে হয়, কি করে অসভ্যের মতো চলাফেরা করতে হয় , কি করে ফার্স্ট ফুডের দোকানে পড়ে থাকতে হয় আর কি করে বড়দের অসম্মান করতে হয়। আর কিছু কিছু বাবা - মা আছেন, যারা মনে করেন, ছেলে- মেয়ে কে ইংলিশ মিডিয়াম স্কুলে না পড়ালে জীবন বৃথা হয়ে যাবে। তাদের কে বলতে চাই, ............ আঙ্কেল/আন্টি? ছেলে - মেয়ে ফটর ফটর করে ২ একটা ইংরেজি বললে আপনি খুব খুশি হয়ে যান । কিন্তু স্পোকেন ইংলিশ দিয়ে জীবন চলে না। বলতে পারেন বাংলা মিডিয়ামে চাষা- ভুষো রা পড়ে। কিন্তু এই বাংলা মিডিয়াম এর ছেলে মেয়ে রাই কিন্তু মেডিকেল ও বুয়েটে চান্স পায়। পরিনত হয় একটি সুন্দর মানুষে। আমরা হয়তো সিন্ডারেলা , সারলক হোমস , অথবা শেক্সপিয়রের গল্প পড়ে বড় হইনাই। কিন্তু রাজকন্যা রাজপুত্রের কল্পকাহিনী ও ঠাকুর মা র ঝুলি আমাদের শৈশবকে যেভাবে লালন করেছে তা আপনি কল্পনাতেও ভাবতে পারবেন না।
Posted on: Sun, 18 Aug 2013 13:58:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015