আমি চাকরী জীবন শুরু করি - TopicsExpress



          

আমি চাকরী জীবন শুরু করি ২০১০ এর জুলাই মাসে, মাস্টার্স শেষ করার এক বছর পর আর চাকরী জীবনের ইতি ঘটে ২০১১ এর জুলাইতে। পাক্কা এক বছর পর জব ছেড়ে দিয়ে যে দিকে হাটা দিলাম বলা যায় সেটা আমার জন্য ছিলো অনিশ্চিত ভবিষ্যত! যেখানে বন্ধুদের অনেকের চাকরীর বয়স ২বছর বা তারও বেশী হয়ে গেছে এবং আস্তে আস্তে উপরে উঠছে সেই সময় আমি চাকরী ছেড়ে দিয়ে বাসায় রুমের দরজা আটকে রস-কষবিহীন ভয়াবহ (অন্তত আমার জন্য) ইংরেজী শব্দের দিকে তাকিয়ে মানে বুঝার চেষ্টা করছি!! একদিন যা পড়ি পরেরদিন তা ভুলে যাই…এদিকে ইংরেজীর সাথে আবার প্যাচ লাগানো গণিতও হাজির !! প্রত্যেকদিন সকালে উঠে শুরু হতো এই প্যাচ খোলার কাজ….. আর গুরু গম্ভীর ইংরেজী দর্শন!! কিন্তু কি…..কিছু পরেই ঘুম !! এভাবে করতে করতে সাহস করে দিয়ে দিলাম GRE exam। আশানুরুপ ফলাফল না হওয়াতে আবার রেজিস্ট্রেশন করলাম (মাথায় ভ্যাড়া উঠছিলো, এই পরীক্ষা মানুষে দুইবার দেয়!) কিন্তু কি!! আগের থেকেও খারাপ…!! ধুর….. প্রথম scoreই ভালো ছিলো! এরপর শুরু হলো IELTS এর প্রিপারেশন। এদিকে বন্ধুরা/ক্লাসমেটরা…..ক্ষেত্র বিশেষে আমার পরের প্রজন্মের কয়েকটা ধুমাধুম বিয়ে করতেছে !! কয়েকজনের তো বাচ্চা হয়ে গেছে আবার কারো বাচ্চাকে স্কুলে ভর্তির চিন্তা-ভাবনাও শুরু হইছে!! আমিতো এভারগ্রীন ব্যাচেলর হয়ে হাসি মুখে বিয়ে খাই আর বিরসমুখে রুমের দরজা বন্ধ করে বইয়ের পাতা উল্টাই !! ভাইবেন না যে আমার বিয়া করার শখ জাগছে বলে মুখ প্যাচা করে বই পড়ি, চাকরী করার বয়সে পড়ার বই পড়তে বসলে মুখ প্যাচার মতো হইতে বাধ্য!! প্রিপারেশন নিয়ে দিয়া দিলাম IELTS ! বিধাতা নিশ্চিত মুচকী হেসে ঠিকই বলছে তখন “বাছা ২য় বারের জন্য প্রস্তুত হও, GRE দুবার দিলা এটাও দু’বার দিতে দোষ কি” ! ক্যামনে কি…IELTS এর যা রেজাল্ট হইলো তা না বলার মতো নিজেরে গাধা ভাবতে শুরু করলাম….চেষ্টা করলাম গাধার মতো ডাক দিতে…..(গাধা কি আসলেই ডাকে??)কিন্তু না …তাতেও ফেল… শুরু করলাম ২য় বারের খেলা । আলহামদুলিল্লাহ…..২য় বারে score ভালো আসলো। GRE আর IELTS শেষ করে ডিপার্টমেন্টের স্যার/ম্যাডামদের সাথে কুতকুত খেলার জন্য প্রস্তুত হলাম……..মানে recommendation letter নিতে হবে! কার ঠেকা পড়ছে এতদিন পর আমারে LOR দিবে!! তাছাড়া আমার অতি সুন্দর(!) একাডেমিক রেজাল্ট দেখে যে উনারা আমাকে উনাদের ছাত্র হিসেবে অস্বীকার করবেন মোটামুটি নিশ্চিত !! অপদার্থ হয়ে পদার্থ বিজ্ঞানে উচ্চতর পড়াশুনা করতে যাবো ওই রেজাল্ট নিয়ে…!! হু..আসছে, যাও যাও কার্জনের মাঠে বইসা 29 খেলো গিয়া!!! বহু বছর পর ভার্সিটি গেলাম বেশ কয়েকজন আমাকে চিনতেও পারলো…মনটা ভরে গেলো.. কে চিনতে পারছে জানেন?? Applied physics এর চিপার চা দোকানদার আর ডিপার্টমেন্টের স্টাফ …. যাই হোক কয়েকদিন ডিপার্টমেন্টে গিয়ে হাটাহাটি করে চেহারা খানা দেখায় আসলাম……যা ভাবছিলাম তা হলো না……..কয়েকজন স্যার আমাকে কুতকুত খেলার মাঠতো ছেড়েই দিলেন উল্টা আমাকে কিছু বোনাস পয়েন্টও দিলেন সব কিছু কালেক্ট করে আল্লাহর নাম নিয়ে application package পাঠিয়ে দিলাম USA’র কয়েকটা ভার্সিটিতে। আলহামদুলিল্লাহ……অনেক অপেক্ষার পর গত মাসে এক ভার্সিটি থেকে acceptance letter আসলো (আরেকটা থেকে আসছে গত কয়েকদিন আগে) উপরি পাওনার মতো তারা আমাকে graduate research Assistantshipও অফার করলো……যেটা ছিলো আমার কল্পনার বাইরে!! আল্লাহর অশেষ রহমত ছাড়া আর কিছুনা! ………এরপরের কাহিনীতো আগেই শেয়ার করলাম। আজ passport নিয়ে এলাম। আমার এই দীর্ঘ কাহিনী বলার পেছনে কিছু কারণ আছে। মাঝে মাঝে অনেককেই দেখি CGPA 3.00 বা তারও বেশী থাকার পরেও USA তে Admission পাবে কিনা বা পেলেও ফান্ড পাবে কিনা তা নিয়ে অনেক দ্বিধার মধ্যে থাকে। আমি আমার profile দিচ্ছি…..নিশ্চিত যে অনেকের মুখ হা হয়ে যাবে…এবং আশা করবো এরপর থেকে কেউ যেনো নিজের CGPA নিয়ে দ্বিধায় না থাকে। OK? Here I go…… Univ: DU Sub: Physics (2001-2002) Honor’s: 2nd class (in CGPA 2.88) MS: 2nd Class (in CGPA 3.31) , Non-Thesis Group GRE : 302 (Q- 159, V-143, AW-3.0) IELTS: 7.0 No paper, No publication সো সব রকমের হতাশা বা দ্বিধা ফেলে দিয়ে এখুনি শুরু করে দিন নেক্সট fall এর জন্য কাজ….সুযোগ আপনি পাবেন-ই…..নো মিস… Written By: শেখ সাফায়েত জামিল
Posted on: Sat, 20 Dec 2014 13:28:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015