আমাদের অনেক মুসলমান আছে - TopicsExpress



          

আমাদের অনেক মুসলমান আছে যারা এই কথাটি হয়তো জানেনা। খ্রিষ্টানেরা কথায়-কথায় #Lucky7 এবং #Unlucky13 বলে। যদিও আমাদের অধিকাংশ মুসলমানরা না জেনে এই কথাটি বলে থাকেন। আজ এই কথাটি সর্ম্পকে জানবো। লাকী সেভেন মানে ইংরেজি অক্ষরের সপ্তম আক্ষর হচ্ছে G G তে জিসু আর ইংরেজি অক্ষরের 13তম অক্ষর হল M M এ মুহাম্মাদ (স:) Unlucky13 অর্থাৎ মুহাম্মদ (স:) কে অমঙ্গল মনে করে খ্রিষ্টানেরা unlucky 13 বলে (নাউজুবিল্লাহ) আর জিসু খ্রিষ্টকে মঙ্গল মনে করে Lucky7 বলে। এটি আমরা অনেকেই জানিনা । অথচ না জেনে সবাই কত বড় পাপের কাজই না করছি। তাই সবার কাছে অনুরোধ বিষয়টা সবাইকে জানিয়ে দিবেন।
Posted on: Wed, 03 Sep 2014 13:50:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015