আমাদের দেশে চাকরির স্কোপ - TopicsExpress



          

আমাদের দেশে চাকরির স্কোপ আসলেই খুব সীমিত - সরকারি চাকরি সোনার হরিণ আর এখন যে প্রাইভেট করপোরেট জব আছে সেখানে মালিক পক্ষের বা চ্যানেলে নিয়োগ হচ্ছে মেধা প্রতিভা মূল্যায়ন হচ্ছে খুব কম - আমাদের সরকারের সেই সময় নেই যে একজন শিক্ষিত বেকারকে ধরে নিয়ে কাজ দেবে - কারণ নতুন নতুন জব জেনারেট করার থিঙ্ক ট্যাঙ্ক নেই । প্রতিবছর ফারমাসিস্ট কেমিস্ট মাইক্রোবায়োলজিস্ট বের হচ্ছে প্রায় ৫ হাজার - সাকুল্যে কাজ পাবে এক হাজার মানে আবার সেই ইদুর দৌড় - তারমানে রিটেইল ফারমেসী হসপিটাল ফারমেসী কমিউনিটি ফারমেসী, API (Active Pharmaceutical Ingredient) Project বা আরও কিছু নতুন এভিনিউ চালু না হলে এতো এতো টেকনিক্যাল ডিগ্রীধারীদের কাজ দেয়া যাবে না - কেউ ঘুমপাড়ানি গান গাইলে গাইতে পারেন - অনেকে বলেন আমাদের জব এক্সপ্লোর হচ্ছে না ডাক্তারদের জন্য - কিছু সত্যতা হয়তো আছে - এবার আমি বলি আমি অভিজ্ঞতা ২৫ বছর আর ফারমাসিস্টদের ৩টি জাতীয় সংগঠন Pharmacy Graduates Association, Bangladesh Pharmaceutical Society ও স্বাধীনতা ফারমাসিস্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এই আমাকে আমার ফারমাসিস্ট বড় ছোট ভাইয়েরা তাদের ব্যক্তিগত লাভের জন্য আমাকে ১ নম্বর ৭ নম্বর ৫০ নম্বর কোম্পানী থেকে আপসেট করেছেন - আজ তোমরা যারা রেজিস্ট্রেশন পাচ্ছ না খোজ নিয়ে দেখো সেখানেও ঘরের শত্রু বিভীষণই কলকাঠি নাড়ছে - সংগঠিত হয়ে আন্দোলন ছাড়া কোনই বিকল্প নাই - মাননীয় প্রধানমন্ত্রীর গোচরে নিয়ে আসতে হবে ।
Posted on: Thu, 11 Sep 2014 05:39:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015