আমাদের দেশে বড় দুটি - TopicsExpress



          

আমাদের দেশে বড় দুটি রাজনৈতিক দলের রাজনীতি রাজনৈতিক মৌলবাদিতায় রূপ নিয়েছে। এখানে বড় দুটো দলের বিশ্বাসী মানুষদের মধ্যে ন্যুনতম শ্রদ্ধাবোধটুকুও নেই। আগে প্রায়ই আমার স্ত্রী কন্যাদের নিয়ে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে। আমার মেয়েরা খুব উপভোগ করত বলে। কিন্তু আমার বিয়ের পর থেকে আমি একা কখনো কোথাও সাধারণত যাই না। এমনকি কেউ যদি শুধু আমাকে কোন বিয়ের দাওয়াত দেয় আমি সেই বিয়েতে যাই না। যখন থেকে আমার কন্যাদের school home work নামক এক বোঝা তাদের মাথায় চাপলো তখন থেকে আমি আর ক্লাবে যাই না। ওখানে যখন যেতাম খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতাম সহকর্মীদের বন্ধুত্ব তৈরিতে রাজনীতি এক বিরাট নিয়ামক। ওখানে দেখতাম এক একটা টেবিলের চার পাশে যারা বসত তারা হয় BNP ঘরনার নয়তো AL ঘরনার। একই টেবিলে দুই দলের মানুষ মিলেমিশে বসে হাস্যরস আর গল্পে মশগুল এরকম দৃশ্য প্রায় rare বা দেখিনি বললেই চলে। আর আমার স্ত্রী প্রায়ই আমাকে বলত তোমরা না শিক্ষক? তোমাদেরতো কখনও একাডেমিক বিষয় নিয়ে গল্প করতে দেখিনা। বিষয়টা আমার চোখে না ধরা পরলেও এই ভিন দেশির চোখে ঠিকই পরেছে। ঠিকইতো আমরা সহকর্মীরা যখনি একত্রিত হই শুধুই (almost) রাজনীতি নিয়ে কথা বলি। ব্যপারটা এখন এরকম যে এটা এখন সমাজের সর্বত্র বিদ্যমান। ভিন্ন মতালম্বী মানুষদের ক্রস ইন্টারঅ্যাকশন সমাজে এখন প্রায় অনুপস্তিত। কেউ কাউকে সয্য করতে পারছে না। বন্ধুত্ব তৈরির এখন মূলমন্ত্রও রাজনীতি। আমারদের রাজনৈতিক দলগুলো এখন রাজনৈতিক মৌলবাদিতার দিকে ধাববান। Total annihilation of opponent - এটাই এখন সমাজ এবং রাজনীতিতে মূলমন্ত্র। এতে করে সমাজে অস্থিরতা বেড়ে গেছে। যেহেতু আমাদের এখানে কোন গবেষণা হয় না তাই কেউ comprehensive রিসার্চ করে বলতে পারছে না যে এতে করে আমরা সকলের জীবনকেই দুর্বিসহ করে ফেলছি। এই সকলের মধ্যে আমিও অন্তর্ভুক্ত। কিন্তু এটা বলা বা বোঝার জন্য কি আদৌ রিসার্চের প্রয়োজন আছে? Common sense-ই যথেষ্ট না? সমস্যা হলো এই common sense-ই এখন সবচেয়ে uncommon।
Posted on: Tue, 14 Oct 2014 09:18:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015