আমাদের দেশের খুব কম - TopicsExpress



          

আমাদের দেশের খুব কম মাঝবয়সী মহিলারাই ফেইসবুক ব্যাবহার করেন। যদি তারা করতেন কেমন হতো তাদের স্ট্যাটাস, ** আনটাচেবল জরিনা is feeling Crush. উফফফ...জার্মানীর এই রেফারী কি যেন নাম...ও হ্যা মনে পরছে জোয়াকিম লো...এত্ত কিউট আর হ্যান্ডসাম কেন? আমি তো আমার ১৪৭ নাম্বার ক্রাশে পরে গেলাম। কমেন্টঃ ভাবী, সে তো রেফারী নয়, রেফারী হচ্ছে যে মাঠের ভেতর মাঝে মাঝে বাঁশী বাঁজায়। জোয়াকিম লো হচ্ছে জার্মানী দলের আম্পায়ার। ** গর্জিয়াস মর্জিনা is watching World Cup. আচ্ছা ফুটবল খেলোয়াড় রা এত দূর্বল হয় কেন? যে অন্যের গায়ের সাথে গা ঠেকলেই মাঠে উল্টে পরে। বাসায় কি তাদের মায়েরা তাদের কমপ্লান খাওয়ায় না? দুধে হরলিক্স মিশিয়ে খাওয়ায় না? কমেন্টঃ ভাবী, আসলে ওদের তো হরলিক্স, কমপ্লান কেনার টাকা নাই...তাই ফুটবল খেলে টাকা কামাতে এসেছে। দেখেন না কেমন হ্যাংলা পাতলা এক একটা। যদি টাকা থাকতো তাহলে আপনার ভাইয়ের মত ওদেরও একটা খানদানি ভুঁড়ি থাকতো। ** প্রিন্সেস জাহানারা is feeling Cry. ওরে সামনের মাসে বলে স্টার জলশার ‘মা’ নাটক শেষ হয়ে যাবে...এ কথাটা যতবার ভাবছি ততবার চোখ দিয়ে জলের বন্যা বইয়ে যাচ্ছে, কিচ্ছু ভাল লাগছে না। মনের দুঃখে ইচ্ছে করছে KFC তে গিয়ে কিছু খেয়ে আসি। কমেন্টঃ কি বলেন ভাবী? দাঁড়ান আমার ফ্রেন্ডলিস্টে এক কলকাতার দিদি আছেন, তাকে এখানে মেনশন করছি। রাধিয়া ভাট দিদি দেখেন তো কাহিনী কি? রাধিয়া ভাটঃ ইয়ে মানে কি বললেন? স্টার জলশার সেই মা নাটক? মানে এই নাটক টা এখনো শেষ হয়নি? সরি দিদিরা আমি এসম্পর্কে কিছুই জানিনা। আমরা ইন্ডিয়ার মানুষরা আসলে এই নাটক দুই বছর আগেই দেখা বাদ দিছি। ** কিউটি কমলা is feeling Angry with এঞ্জেল সুফিয়া. সোফার বাচ্চা, তোর হাজবেন্ড রে নিষেধ কইরা দিবি আমারে যেন আর পোক না মারে...;@ এঞ্জেল সোফিয়াঃ তুই আবার আমারে সোফা বইলা ডাকলি কমলা? আইজ থেইকা যা তোরেও আমি ‘কামলা’ বইলা ডাকুম...আমার হাজবেন্ড তাও তো ভালো আছে আর তোর হাজবেন্ড আমারে ইনবক্সে চোখ মারে ( ) সেইডার কি হইবো? ** রাজকুমারী আলতা বিবি is feeling Angry. ঈদের শপিং করতে গেলাম। সকাল নয়টায় গেছি, বিকেল পাঁচটা না বাঁজতেই মফিজের আব্বা বাসায় আসার জন্য পারাপারি করা শুরু করে দিছে। যাই হোক এই রাত দশটায় বাসায় এসে দেখি আমার তেত্রিশ নাম্বার ব্যাগ যেটার ভেতর দশ হাজার টাকা দামী একটা ওড়না ছিল সেটাই নাই। মফিজের আব্বা কে দিয়েছিলাম ব্যাগ গুলা ধরতে। নিশ্চিত কোথাও ফেলে এসেছে, একটা কাজ ঠিকমতো করতে পারেনা সে। যাই হোক এটা ভেবে সান্ত্বনা পাচ্ছি যে কম দামী জিনিসটাই গেছে। আমার এক লাখ টাকা দামী শাড়ির ব্যাগটা হারালে ওকে জ্যান্তই পুতে ফেলতাম সেখানে। কমেন্টঃ ছি ছি ভাবী...আপনি মাত্র দশ হাজার টাকা দামী ওড়না টা কিনেছিলেন? বাজারে মেবি ওটাই সব চেয়ে লোয়েস্ট প্রাইসের ওড়না। আমার হাজবেন্ড গতকালই এইটটি ফোর থাওজেন্ডের হীরা বসানো ওড়না গিফট করেছে। (একটু পর রাজকুমারী আলতা বিবির আইডি অফলাইন শো করে। নিশ্চিত তিনি তার হাজবেন্ড কে নিয়ে আবার শপিং এ গেছেন সব চাইতে দামী ওড়নার খোঁজে।) ** বদরুলের জানুটা বদরুন্নেসা is feeling Asleep. July 25, 2012 অনলাইনে কেউ আছো? আসো আড্ডা দেই। Like . Comment . Share কিউটি কমলা, গর্জিয়াস মর্জিনা and 4 others like this. View 124047 more comments আনটাচেবল জরিনাঃ ভাবী ফুটবল খেলা দেখে মজা পাচ্ছিনা, কি করবো? বদরুলের জানুটা বদরুন্নেসাঃ ক্রিকেট খেলা দেখেন। রাজকুমারী আলতা বিবিঃ ও একদমই শপিং করতে চায়না, ওকে কিভাবে ম্যানেজ করবো বুদ্ধি দেন। বদরুলের জানুটা বদরুন্নেসাঃ ভাই এর মানিব্যাগ হাতিয়ে নিয়ে নিজেই শপিং এ চলে যান, আমাকেও ডাকতে পারেন। কিউটি কমলাঃ আমার হাবির হাবভাব ইদানীং কেমন জানি সন্দেহজনক লাগছে, কি করি ভাবী? বদরুলের জানুটা বদরুন্নেসাঃ আপনার হাবভাবও সন্দেহজনক করে ফেলুন, তাহলে দেখবেন সব ঠিক। প্রিন্সেস জাহানারাঃ কারেন্ট চলে গেছে, স্টার জলসার মা নাটক দেখা হলো না, মেজাজ ভীষণ খারাপ। বদরুলের জানুটা বদরুন্নেসাঃ দাঁড়ান আপনাকে বলছি আজকের মা নাটকে কি হয়েছে...ঝিলিক না নতুন এক বাড়িতে আশ্রয় পাইছে, সরি ঝিলিক না পরী...এই দাঁড়ান দাঁড়ান...ওই চাপা মুখো মেয়েটার নাম কি জানি...ঝিলিক না পরী... সেলেব্রিটি ফরিদাঃ আপনি কি সাংসারিক কাজকর্মে নাজেহাল? রান্নাবান্না ঠিকমতো পারেন না? স্বামী কে বশে রাখতে চান? বাজারে নতুন শাকিরা শাড়ির খবর পেতে চান? লাইফ স্টাইলে পরিবর্তন চান? তাহলে আপনার জন্যই রয়েছি আমি। নতুন নতুন রান্নার রেসিপি, সাংসারিক কাজকর্মের নির্দেশনা, গুরুত্বপুর্ন নাটকের পর্বের আলোচনা, বাজার পর্যালোচনা, স্বামীকে বাগে রাখার মন্ত্র সব সব এবং আরো কিছু পাবেন আমার টাইমলাইনে। তাই আমার #প্রতিদিনের আপডেট পেতে আমার সাথেই থাকুন। আরোও জোকস্ পড়তে এই পেইজ থেকে ঘুরে আসেনঃ ღ-যদি বন্ধু হওহাতটা বাড়াও-ღ
Posted on: Mon, 14 Jul 2014 17:56:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015