আমাদের দেশের বেশীর ভাগ - TopicsExpress



          

আমাদের দেশের বেশীর ভাগ ছাত্র ছাত্রীরাই বিদেশে উচ্চশিক্ষার জন্য কিছু কমন প্রশ্ন করে যা আসলেই হাস্যকর।।।।যেমন,কেমন বেতন পাবো??যেতে কতো টাকা লাগবে।। তাদের উদ্দেশ্যেই বলছি।।।। কতো টাকা যাবে সেটা ডিপেন্ড করে আপনার কোর্স আর বিশ্ববিদ্যালয়ের উপর।।।আর বেতন নির্ভর করবে আপনি কতো ঘন্টা চাকরি করতে পারবেন তার উপর।।অনেকেই আছেন যারা ডিপ্লোমা অথবা HSC পাশ করে কেমন জব পাবে প্রশ্ন করে।। তাদেত বলছি।।আপনি উন্নত যেই দেশেই যান না কেন International students দের জন্য জব পারমিট হচ্ছে হোটেল,অথবা রেস্টুরেন্ট।।। Normally BBA,BSC,MBA একটু Costly...আর তাই যাদের পরিবার থেকে টিউশন ফি এর জন্য সাপোর্ট পাবেননা তারা BBA,bsc তে আসবেন না।।।।আমাদের দেশের এজেন্সি গুলো এমন অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হয় বলেই কিছু অদ্ভুত উত্তর আপনাদের দেয়।।।যেমন দুই লাখ দিয়ে মালয়েশিয়া যাওয়া যায়,গেলেই মাসে এক থেকে দেড় লাখ বেতন।।। ইত্যাদি ইত্যাদি ভুয়া উত্তর।।। আর এসব উত্তরই অকপটে বিশ্বাস করে মানুষ।।।আপনারা যারা মালয়েশিয়া তে পড়তেই চাই যাদের পারিবারিক সাপোর্ট ভালো তারা অবশ্যিই BBA,BSC,MBA korben...বাট যাদের উদ্দেশ্য টাকা ইনকাম করবে,নিজের খরচ চালাবে বাড়ি টাকা পাঠাবে তাদের জন্য ডিপ্লোমাই বেস্ট।।। কেউ আগ্রহী হলেই then আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন।। আমাদের চট্রগ্রাম,ঢাকা সিলেট আর কক্সবাজার প্রতিনিধি আপনাদের সাহায্য করবে।।।।
Posted on: Thu, 07 Aug 2014 17:17:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015