আমাদের মধ্যে খুব কম - TopicsExpress



          

আমাদের মধ্যে খুব কম লোকই আছে যারা Disk Storage Capacity-র আবিষ্কৃত নামগুলোর শেষ পর্যন্ত জানেন। যেমন আমরা ১০২৪ কেবি=১ মেগা,১০২৪ মেগা=১ জিবি,১০২৪ জিবি=১ টেরা। এর পর আমরা আর জানি না। আসলে জানার দরকারও নেই। কেন দরকার নেই তার কারণ হল জীবদ্দশায় আপনি এগুলো বাস্তবে দেখবেন কিনা বলা মুশকিল! আবার দেখতেও পারেন। কারণ Technology তে গতি বুঝাটা অনেক কষ্টকর ব্যাপার। আর কোন কথা না। সরাসরি Capacity গুলোর নাম দিয়ে লিখে দিলাম- Virtual Storage Disk Storage 1 Bit = Binary Digit 8 Bits = 1 Byte 1024 Bytes = 1 Kilobyte 1024 Kilobytes = 1 Megabyte 1024 Megabytes = 1 Gigabyte 1024 Gigabytes = 1 Terabyte 1024 Terabytes = 1 Petabyte 1024 Petabytes = 1 Exabyte 1024 Exabytes = 1 Zettabyte 1024 Zettabytes = 1 Yottabyte 1024 Yottabytes = 1 rontobyte 1024 Brontobytes =1 eopbyte এখানে দেখার বিষয় হলো যে ১এক্সাবাইট এক বিলিয়ন জিবির সমান!!এরপর আর হিসেব না করাই ভালো! তাহলে ১ ইয়পবাইট ব্যাবহার করার ইচ্ছা আছে কাদের কাদের?!! *** নতুন কিছু জানতে পারলে লাইক দিতে ভুলবেন না যেন।***
Posted on: Wed, 14 Aug 2013 18:38:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015