আমাদের সবার প্রিয় - TopicsExpress



          

আমাদের সবার প্রিয় স্যার জিলা স্কুলে পড়াকালীন ঘটনা। এক স্যার বাংলা class করাতো। উনি class আসা মাত্র আমরা আলাদীন এর চেরাগ পাওয়ার মত খুশি হতাম। কারণ উনার class এ থাকা আর না থাকা একই কথা। ঐ class আমাদের কাছে পাঁচ দিনের টেস্ট ম্যাচে পানি পানের বিরতির মত। সবার মুখে শুধু স্যার পানি খাই অথবা স্যার টয়লেটে যাই। আর যেতে নিষেধ করা একরকম স্যারের সাধ্যের বাইরে। যারা class এ থাকতো তারা রাত বারটার পরের মত unlimited গল্পের আসর বসাতো। কিন্তু স্যার মাঝেমাঝে Bangladesh cricket দলের মত গর্জে উঠত। একেবারে team হার এড়াতে asian বোলাররা যেমন হিংস্র হয় তেমন করে আমাদের আক্রমণ করতো।হঠাৎ করেই তিনি brass fire এর মত আরম্ভ করতেন গণপিটুনি। তখন আমাদের ২৫ শে মার্চ রাত শুরু। স্যারের student নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে অন্য স্যারেরা comment মারতো। সুযোগ পেলে আমরাও কয়েকটা তৈলাক্ত বাণী দিতাম। এখন তো আমাদের সব স্যারেরা সুবিধা মত politics শুরু করছে। যেমন : নিহার স্যার, জালাল স্যার....... খবর পেলুম আমাদের ঐ স্যার এখনও politics এর আম্রকাননে দাপাদাপি শুরু করেনি। স্যার এসব পছন্দ করে না। স্যারের মজার class আজ ও miss করি। যাই হোক স্যারের নাম গোলাম সোবহানী কোরায়শী !!!!!!!!!!
Posted on: Mon, 21 Oct 2013 11:56:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015