আমি নিজে কোন বড় স্থপতি - TopicsExpress



          

আমি নিজে কোন বড় স্থপতি হয়ে যাইনি আমার এখনও উল্লেখযোগ্য কিছুই নেই কিন্তু সার্বিক বাংলাদেশ এর যে স্থাপত্য চর্চা হয় তা বলতে বাঁধা নেই, যারপরনাই depressing! ২ টো অথবা ৩ টা firm ভাল কাজ করে কিছু কিছু, কিন্তু যখন এই তথাকথিত উন্নত দেশ গুলোতে আসি এবং এখানে স্থাপত্তের যে চর্চা হচ্ছে দেখি তখন মন খারাপ হয়ে যায় এবং মনে হয় আমাদের দেশ এর স্থপতিরা কিসের গরিমা তে ভোগে? কত কত দিন আগে হয়ে যাওয়া যে housing style সেটা এখন হয় আমাদের দেশে আর আমরা বোকার মতো হাত তালি দেই আর বলি, কি নতুন। ওরে বোকার দল, বলও আমরা পিছনে । এখানে আসলে বোঝা যায় সময় এর ছাপ স্থাপত্তে, gradually evolution of architecture style... আমাদের দেশে কিছুই আমি বুঝি না, আগে তাও অনেক ভাল কিছু ছিল, এখন টো যাচ্ছে তাই। খুবই কম কিছু সুন্দর কাজ হয় তাও বেশি ভাগ গুলো করা না বুঝে, কোথাও না কোথাও থেকে টুকে নেওয়া, কিছু না কিছু। অন্য দেশ থেকে এশে আমাদেরি আদি টেকনিক ব্যাবহার করে একটা over-design কাজ করে পুরুষকার বগলদাবা করে চলে যায়, আর যাওয়ার সময় কিছু ছাগল স্থপতি রেখে যায় যাদের মনের কথা হল ওরে পাইসি বাঁশ, বাঁশ দিয়া ভরামু, আর আসে মাটি এখন আমারে পুরুষকার পাইতে কে ঠেকায় দেখি খালি বাঁশ আর বাঁশ... very depressing... sustainable ব্যাপার টা কি আমরা জানিই না... এত shallow চিন্তা ভাবনা দিয়ে আর যাই হক বড় বড় গুলবাজ কথা বলা জেতে পারে কিন্তু ভাল কাজ আশা করা বৃথা। ভাল কাজ এজন্য সেভাবে হয় ও না। যেটা আসলে ভাল বলি সেটা আসলে মন্দের ভাল। ভাল-ভাল নয়। আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন তাতে কিছুই যাবে আসবে না আমার, আমার যা বলার আমি বলবোই । Next ইট নিয়ে বলবো আজ বাঁশ পর্যন্তই থাক না হয়! ;)
Posted on: Sun, 08 Jun 2014 03:55:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015