আমি বিজয় দিবসকে বর্জন - TopicsExpress



          

আমি বিজয় দিবসকে বর্জন করলাম, আপনিও করুন Boycott the Independance Day of Bangladesh. We do not have such Independance Day. Settler extreme Islamic Bangalis are celebrating their Independance Day by raping and beheading our women. So, #BOYCOTT Independance Day. DO NOT PARTICIPATE IN SUCH A CELEBRATION IN YOUR SCHOOLS,INSTITUES,CENTRES OR ANYWHERE. ------------------------------------------ ১৬ই ডিসেম্বর বিজয় দিবস । ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ । একজন বাংলাদেশী হয়ে প্রতি বছর ১৬ ডিসেম্বরের দিনে ৩০ লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধাবনত হয়ে বিজয় দিবস পালন করি । কিন্তু স্বাধীন বাংলার পার্বত্য চট্টগ্রামের এই ভূ-খন্ডে সমতল থেকে পুনর্বাসিত সেটেলার বাঙ্গালিরা প্রতি বছরই কোন না কোন সময়ে পাহাড়িদের জমি দখল করে, মন্দির পুড়িয়ে দেয়, সেনাবাহিনীর সহায়তায় সাম্প্রদায়িক হামলায় নেতৃত্ব দেয়, সেনাবাহিনী এবং সেটেলার বাঙ্গালিরা মিলে যৌথভাবে পাহাড়ি নারী শিশুদের ধর্ষণ ও হত্যা করে । সেনাবাহিনী এবং সেটেলার বাঙ্গালিদের লোভাতুর থাবায় ধর্ষণ ও হত্যাকান্ডের শিকার তুমাচিং মারমা, সুজাতা চাকমা, সেবিতা চাকমা, সবিতা চাকমা এবং ভারতী চাকমাদের সাথে বিজয় দিবসের ঠিক একদিন আগে নতুন করে যুক্ত হলো আরেকজন পাহাড়ি শিশু আপ্রুমা মারমা ( ছবি ) ! হ্যাঁ আপ্রুমা মারমা ( ছবি ) গতকাল ১৫ই ডিসেম্বর কাপ্তাই চট্টগ্রাম সড়কের পার্শ্ববর্তী চিৎমরং ঘাটের কাছাকাছি ব্যাঙছড়ি ফরেস্ট বিটের পাশের জঙ্গলে বহিরাগত সেটেলার বাঙ্গালি মিজান এবং রানা কতৃক ধর্ষণ ও হত্যাকান্ডের শিকার হয় । বিজয় দিবসের মাসে সেটেলার বাঙ্গালিরা আমাদের পাহাড়ি বোনকে ধর্ষণ ও হত্যা করে বিজয় দিবসের শুভেচ্ছা জানালো । আর আমাদের কি কিছুই করার নেই । হ্যাঁ আছে । ধর্ষণের পরিবর্তে ধর্ষণ করা আমাদের কাজ নই, কিন্তু ধর্ষণ ও হত্যার জন্য আমরা ১৬ ডিসেম্বরের বিজয় দিবস পালন করাকে বর্জন করতে পারি, বয়কট করতে পারি । কারন স্বাধীনতার ৪৩ বছর পরেও আমরা স্বাধীন নই । দেশে আরেকটি স্বাধীনতা যুদ্ধের প্রয়োজন । আমি বিজয় দিবসকে বয়কট করলাম, আপনিও করুন । পাহাড়ি নারীদের ধর্ষণ ও হত্যান্ডের বিচার পাওয়ার জন্য একাত্মতা ঘোষনা করুন । courtesy...Radhamu
Posted on: Tue, 16 Dec 2014 02:04:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015