আমি মারা গেলে কেউ যাতে - TopicsExpress



          

আমি মারা গেলে কেউ যাতে আমার লাশ শহীদ মিনারে নিয়া না যান, সেইসাথে মুসলিম কমিউনিটিভুক্ত বইলা জানাজাও যেন কেউ না পড়ান ও পড়েন। আজকে ১৮.১৬.২০১৪ ইয়াসিতে আমার লৌড় এই রাষ্ট্র কাঠামোর ভিতর কতখানি তা নিয়া আমার ধারণা আছে। রোড এ্যাকসিডেন্ট, ক্রসফায়ার, অগ্নিকান্ড অথবা ক্ষুধায় ফেইন্ট হইয়া আজকে আমি মইরা গেলে, পরিবারের বাইরে এই রাষ্ট্রে আর কি কি হইতে পারে! প্রথমত, অফিসের মেইন গেটে একটা নোটিশে আমার মরার খবর। প্রাতিষ্ঠানিকভাবে এর বাইরে কিছু হওয়ার কথা না। এক কলাম, হাফ ইঞ্চি নিউজও না। আর এই মহামহিম ফেসবুকে কিছু শোক। এর বাইরে, স্পয়েলড হইয়া সব বুইঝালাইসি টাইপ স্মার্টনেসের বিকারে পরিণত না হওয়া দুই/তিনজন মেবী আমার কবিতাটবিতা নিয়া কিছু লিখতে পারেন। একুনে, আমার লাশ শহীদ মিনারে নিয়া যাওয়া না যাওয়া, প্রসঙ্গ হিসাবে সেরেফ ফালতু। যেই হাজার বছরের না কাটা বালের গৌরব ও তার ভাওতা দিয়া এই রাষ্ট্র ও তার ক্ষমতা কাঠামো তৈরি, শহীদ মিনারে লাশ নেওয়াটা ১০০% তাদের মধ্যকার চুলকানি। তো, সেই চুলকানি নিয়া কেন কথা বলতেছি, যখন জীবন ধারনের ঘা-পাচড়ার চুলকানির রক্ত মুছতে মুছতে সব কাপড় নষ্ট হইয়া যাইতেছে? বটে, এবং যাউগ্গা। ওহে হাজার বছরের না কাটা বালের গৌরব বহনকারীরা, আপনাদের এই গৌরবের দাবি টেকে না, যখন বুদ্ধিজীবীকে তর্কমূলক থাকার দায়ে নিষিদ্ধ কইরা দেন। উটকো, ভুঁইফোর, গাঢ়ল কতিপয়ের একটা দলের দাবিতে যখন রাষ্ট্রীয় ক্ষমতা কতিপয় বুদ্ধিজীবীর বিরোধী অবস্থানকে এক হাত দেইখা লাইবার সুখ পান, তখন আর সেই রাষ্ট্রের কিসের গৌরব। তো, পিয়াস করিমের মরদেহ শহীদ মিনার নেয়া নিয়ে সৃষ্ট ঘোলা পানিতে নয়জন বিশিষ্ট নাগরিকের ছবিতে ক্রসড আইকা শহীদ মিনারে নিষিদ্ধের ঘটনার প্রতিবাদে আমার এফবির পো-পিকে ক্রস দিয়া রাখসি। সো, মরদেহ হিসাবে শহীদ মিনার যাত্রার নিয়তি লইয়া বুদ্ধিজীবীবিরোধী প্রতিক্রিয়াশীল সেকুলারদের আক্রমনের শিকার বুদ্ধিজীবীদের দেইখা, স্বীয় প্রো-পিকে ক্রস চিহ্ন দিয়া সেই অগ্যস্ত যাত্রা হইতে সরায় রাখলাম। হি হি হি... কেমন জানি আমাকে বহন করিয়া নিতেছে শহীদ মিনারে এই বীর বাঙালির কাফেলা। ওরে, আমারে মাইরালা...। এই প্রসঙ্গে জানাজা না পড়া ও পড়ানোর প্রসঙ্গ উল্লেখ করাটা ঠিক হইলো কিনা আল্লা জানেন। আমি দেখছি নাস্তিকতার এজেন্ডা লইয়া মুসলিম বিদ্বেষী হুমায়ুন আজাদ, ব্লগার রাজীব মইরা যাওনের পর ঢাকার সেকুলার-প্রগতিশীলেরা তাদের জানাজা পড়ায়া তবেই ছাড়ছেন। এই ঘটনা দেইখা ডরে, নাস্তিক হিসাবে উল্লেখ কইরা রাখলাম ধর্মীয় শেষকৃত্য না করার। কিন্তু, সেইটা কি সম্ভব হইবে, যেহেতু আমার ক্ষমতা নাই! হায়, সার্কাস শহীদ মিনারে স্বীয় মরদেহ হাজির করাবার ক্ষমতা অর্জন হইল না বইলা আমার জানাজাও আটকানো যাইবো না, যদি আমি আজকেই এইভাবে ক্ষমতাহীন মইরা যাই...। তবে, আল্লাহ নিশ্চই ক্ষমতাহীনদেরও বেহেশত নসিব করবেন, সেই ভরসা। To Dear Poet Bratya Raisu
Posted on: Sat, 18 Oct 2014 12:40:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015