আমার College জীবনে একজন - TopicsExpress



          

আমার College জীবনে একজন বান্ধবী ছিলো যে Bollywood Superstar সালমান খানের die hard fan ছিলো। সালমান খানকে নিয়ে কোনো প্রকার সমালোচনা করলে সে কেঁদেই ফেলতো আর রাগ একেবারে না থামা পর্যন্ত সমালোচনাকারীকে বেধড়ক পেটাতো। আমিও বেশ কয়েকবার ওর শিকার হয়েছিলাম; ভাগ্যগুণে বেঁচে গেছি। আমি ওম শান্তি ওম চলচ্চিত্রটা দেখার পর থেকেই পুরোপুরি Bollywood actress Deepika Padukone-এর ভক্ত। তাছাড়া Barfi movie-টা দেখার পর থেকে Ileana DCruz-কেও দারুন ভালোলাগে। তবে Ileana Deepika-র মত অতটা প্রতিভাবান অভিনেত্রী নয়। Deepika-র অভিনয়, আবেগ, চেহারা, সৌন্দর্য্য, সবকিছুই আমার একেবারেই মনের মত। কিন্তু আমি তার পাগল ভক্ত নই আমার ওই বান্ধবীর মতো। শুধু তার অভিনয়টা খুব ভালোলাগে, এই আর কি।
Posted on: Mon, 04 Aug 2014 07:51:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015