আমার Firm-এর ৩টা Client আছে, - TopicsExpress



          

আমার Firm-এর ৩টা Client আছে, যাদের বিবেক-বুদ্ধি আছে কিনা জানি না, নিজেদের টাকা নাই মাগার ফুটানি মারাইতে ওস্তাদ... টাকা Payment না কইরা Interior করা বাসায় থাকতেছে... Interior করা অফিসে অফিস করতেছে... এক কথায় "নিজের নায় তেনা মিঠা দিয়ে ভাত খানা"... ১ Client-এর কাছে টাকা চাইলেই বলে "টাকা চাওয়ার Tone ভালো না বলে আমি ইচ্ছে করে টাকা আটকায় রাখছি", আবার সেই Client নাকি হজ্জ্ব করতে গেছেন... আমার কথা হলো টাকা পামু টাকা দিবা, এত আমার Tone নিয়া নাটক করার কি আছে, পাওনাদারের কাছ থেকে এর থেকে ভালো Tone পাইবানা, আছ তো আমার করা Interior-এর বাসায়, আরো ছবি তুইলা Facebook-এ দাও, ফুটানি মারাও... আরেক Client দিব্বি অফিস কইরা ব্যবসা করতাছে, আমি তারে কি কমু বুঝতে পারতিছি না, আমারে কয় অফিসে আসেন- অফিসে কথা বলি, এই পর্যন্ত ১০-১২ টা Meeting হইয়া গেল এবং ৮ মাস অতিক্রম হইয়া গেল তেনার টাকা পাওয়া গেলনা কিন্তু তিনি আর তার Partner ধুমাইয়া আমার Interior করা অফিসে অফিস করতাছে, আরে যে Wooden Floor-এর উপর দিয়া অফিসে হাটতাছো সেটারও টাকা দাও নাই... আমার কথা হলো মানুষের টাকায় আর কতদিন তারা ফুটানি মারবে? টাকা তো আর সব আমার না; আমার সাথে Labor, Vendor, Contractor সবাই জড়িত, এটা তাদেরও টাকা, আমার আহাজারি না হয় নাই-বা শুনলেন... তাদের আহাজারিটা কি শুনতে পান-না? বাদ-বাকি টা উপর ওয়ালা উপর ছেড়ে দিলাম; দেখি উনি কি করেন... {বি: দ্র: - আমার Client-দের বলছি : এই Status দেইখাই আমারে Friend List থেকে বাদ দিয়া লাভ নাই, তাতে আমার কিছু আসি যাবে না, বেশী বেলা কইরা দিছি যাতে কম মানুষ দেখে। }
Posted on: Fri, 27 Sep 2013 08:23:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015