আমার lover না থাকার কিছু - TopicsExpress



          

আমার lover না থাকার কিছু কারণ : ১. আমি কখনও কোনো মেয়ের সাথে কথা বলি নাই, তাই জানিনা কিভাবে মেয়েদের পটাতে হয় । ২. আমি হাতখরচ এর জন্য বেশি টাকা নেই না, তাই মেয়েদের পিছনে খরচ করার মত অতিরিক্ত টাকা আমার নাই । ৩. আমার মোবাইল এ বেশি টাকা কখনোই থাকে না, তাই ঘন্টার পর ঘন্টা কারো সাথেই কথা বলতে পারি না । ৪. আমার dress up সবসময় normal থাকে । অন্যন্য ছেলেদের মত আমি হাতে চুরি, কানে দুল, গলায় শিকল পরি না । যদিও আজকালের মেয়েরা এইসব পছন্দ করে । ৫. আমি বাইরে বেশি ঘুরাঘুরি করি না, তাই কাউকে বেশি time দিতে পারি না । ৬. আমার কোনো খারাপ অভ্যাস যেমন : সিগারেট খাওয়া, মারামারি করা ......এই সব নাই । (**N.B. উপরের সবগুলা কথা চিরন্তন মিথ্যা। ) :p ;) :p
Posted on: Tue, 22 Jul 2014 14:21:10 +0000

Trending Topics



changed

Recently Viewed Topics




© 2015