আমার অ্যাকুরিয়ামে একটা - TopicsExpress



          

আমার অ্যাকুরিয়ামে একটা ব্ল্যাক মলির ২টা চোখ নাই। অন্য কোন মাছের সাথে মারামারিতে হয়তো খুইয়েছে অথবা বড় মাছেরা খেয়ে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হোল গত ১ মাস যাবৎ সে ভালই বেঁচে আছে। খাবার দিলে উপরে উঠে খায়, আবার ফেরত চলে যায় নিচে। কার সাথেও নাই, পাঁচেও নাই। কিছু দেখে না, শুধু শ্বাস নেয়, খায় আর ঘুমায়। লাভের লাভ হোল অন্য মাছের যেখানে চোখ খুলে ঘুমায়, তারটা অটো বন্ধ থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন একজন শিক্ষাত্রী তার ফ্যামিলির ২জন সহ লাঞ্ছিত হয়েছেন। লাঞ্ছিত বললে আসলে বোঝানো যাবে না। আপুটির ড্রেস ছিঁড়ে দিয়েছে তারা মেরে, আপুটির ফটোগ্রাফার আঙ্কেলকে এমন মার দিয়েছে যে তার ৬টি সেলাই লেগেছে মাথায়। যারা মেরেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টির হলের ছেলে। সারা বাংলাদেশের বিজ্ঞান পড়ুয়া শিক্ষাত্রীদের মধ্যে সেরাদের তালিকায় তারা আছে। উপরে মাছের সাথে কোন মিল খুঁজে পান এই ঘটনার আপনি? জী, আপনি আমি সবাই ওই ব্ল্যাক মলি। পরীক্ষা দেই, চা খাই, চাকুরীর জন্য দরখাস্ত করি! মূল্যবোধ নাই তো নাই, কাউকে সাহায্যেও নাই আমরা। On behalf on University of Dhaka, specially being a science faculty student, I am really sorry. It will be a great honor if you do not judge our University just by this incident. Most importantly we are in favor of severe punishment of those goons, so called DU students. বিঃদ্রঃ সাইন্স ফ্যাকাল্টির হলের অনেক হেডার কাহিনী জানি। হেডা দেখানোর সময় বোধহয় সত্যি এসে গেছে।
Posted on: Thu, 06 Nov 2014 17:52:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015