আমার এক বন্ধু ছিলো। নাম - TopicsExpress



          

আমার এক বন্ধু ছিলো। নাম শামিম। ফেসবুকে ক্যাসপিয়ান ডি রেজা নামে পরিচিত। ছিলো বললাম কারন সে বেঁচে নেই। গত বছর ফেব্রুয়ারিতে সুসাইড করে। সুসাইড করার আগে সে একটা স্ট্যাটাস দেয়, এই ঘুম যেন হয় শেষ ঘুম স্ট্যাটাস দেখার পর ভেবেছিলাম, বোধহয় রিলেশন নিয়ে কোনও সমস্যা। ঠিক হয়ে যাবে। সত্যি বলতে কারো মাথায় আত্মহননের ব্যাপার বিন্দু মাত্র মাথায় আসেনি। পরের দিন দুপুরে ফোন পেলাম, শামিম আর নেই। সুসাইড করেছে। আমার মত সব বন্ধুরা সেই স্ট্যাটাস দেখে নিজেদের দুষছিলাম। চাইলে হইতো পারতাম তাকে বাঁচাতে। আজ একটা মেয়ের স্ট্যাটাস দেখলাম। বাসে করে বাড়ি ফেরার পথে কোন খেয়ালে ফেসবুকে লিখেছিল, মেঘের অপারে বাড়ি বানিয়ে একা থাকবে। পরেই সে বাস এক্সিডেন্ট করে মারা যায়। সাব্বির হোসেনের চলে যাচ্ছি নেটওয়ার্ক এর বাহিরে শেষ লেখাটি আজো সবার মনে গেঁথে আছে। মৃত্যুর ব্যাপারটা কেমন যেন হয়ে গেছে। মারা যাওয়ার আগ মুহুর্তের মনোভাবটা কেমন হয় জানি না। তবে হয়তো সবাই ক্ষনিকের জন্য হলেও বুঝে ফেলে। ফেসবুক যে আমাদের ব্যাক্তিগত জীবনের সাথে মিশে যাচ্ছে বুঝা হয়ে গেছে। ছোট ছোট কথা গুলো অনেক বড় আকারে প্রভাব ফেলে। মাঝে মাঝে ভাবি, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াটা কি কাল হয়ে দাঁড়ায়? ব্যাপার টা হাস্যকর তবুও মন কতো কথায় ভাবে। আরেকটা জিনিস, একটা সময় ছোট বেলায় ভাবতাম বুড়ো হলে মানুষ মারা যায় তার আগে না। এখন দেখি, মৃত্যুর সঠিক কোন সময় নেই। যে কোনও সময় হুট করে এসে বলবে প্যাক আপ, টাইম অভার। হুট করে আমার টাইম হয়তো শেষ হয়ে যাবে। কেউ এসে কানে কানে বলবে, মামুন টাইম অভার, প্লিজ প্যাক আপ। Sewla collection
Posted on: Fri, 08 Aug 2014 16:58:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015