আমার এক বন্ধু রাতে - TopicsExpress



          

আমার এক বন্ধু রাতে দাওয়াত থাকলে সারাদিন খাওয়া দাওয়া বন্ধ রাখতো। ক্ষুধা চাঙ্গা রাখার জন্য, যাতে রাতে বেশি করে খেতে পারে। আমাদের রোজার অবস্থাও সেরকম। সারাদিন না খেয়ে থাকি যাতে ইফতারটা ভাল ভাবে এনজয় করা যায়। কে কত বেশি চমকদার ইফতারের আয়োজন করবে সে নিয়ে হোটেল রেস্টুরেন্ট কম্পিটিশান। আমার মামার একটা ফাস্টফুড রেস্টুরেন্ট আছে। উনি বলেন, অন্যান্য মাসে যা প্রফিট হয়, রমদান মাসে ইফতার বেচে তার চেয়েও বেশি লাভ হয়। গুলশানে saltz নামে একটা রেস্টুরেন্ট আছে। তারা লিফলেট পাঠালো তাদের ইফাতারের সমাহার জানাতে। দেখে মুখটা এতো তিতা হোল বলার মত না। বেশ কয়েকটা ইফতার প্যাকেজ আছে যা শুরু হয় ১২০০/পার হেড থেকে আপ টু ২০০০+ । তবে খারাপ লাগল যেটা তাদের প্যাকেজ গুলর নামকরণ দেখে। ফাদল, রাহমাহ , রিজিক -এগুলো তাদের ইফতার প্যাকেজের নাম!! এই শব্দগুলো মুসলিমদের অন্তরে কি অনুভূতি সৃষ্টি করে, আল্লাহ কুরআনে কিভাবে এই শব্দগুলো ব্যবহার করেছেন, তারা হয়ত জানেনা। ইফতার নিয়ে আরেকটা ফাইজলামি প্রতিবছর করে pizza hut। Unlimited Pizza Iftar Buffet. সময় মত না গেলে জায়গাও পাওয়া যায়না, এত ভিড় হয়।তারা গতবছর বিশাল করে বিজ্ঞাপন দিয়েছিল "its ramadan , our prices our fasting too" . (এই রামাদানে, আমাদের খাবারের দামও রোজা রেখেছে )! আচ্ছা এইখানে কি ইসলামে অবমাননা হয়না? collected from brother Abu Muaz
Posted on: Thu, 11 Jul 2013 11:57:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015