আমেরিকার ওয়াশিংটন ডিসির - TopicsExpress



          

আমেরিকার ওয়াশিংটন ডিসির ব্যস্ত রাস্তায় এক পাগলা কুকুর যাকে পাচ্ছে তাকেই কামড় দিচ্ছে।হঠাৎ কুকুরটি এক বাচ্চা মেয়ের দিকে দৌড়ে গেল কামড় দেবার জন্য।বাচ্চাটা তখন ভয়ে চিৎকার করা শুরু করল। ঠিক এমন সময়,এক সুঠামদেহী যুবক সাহসিকতার সাথে পাগলা কুকুরটির কাছ থেকে ঐ নিরীহ বাচ্চাকে বাঁচালো। উপস্হিত সবাই যুবকের অনেক প্রশংসা করলো। এক সাংবাদিক ছুটে এসে যুবকটিকে বললো, "আপনার সাহস আমাদের জন্য অণুপ্রেরনার মত। তাই আগামীকাল নিউজ করবো, “আমেরিকান সাহসী যুবক কতৃর্ক শিশুর প্রাণ রক্ষা” যুবকটি তখন বলল, “আমি আমেরিকান না, আমি ফিলিস্তানি। আর আমরা জন্মের পর থেকেই এর চাইতেও জঘন্য কুকুরদের সাথেই যুদ্ধ করে আসছি।” তৎক্ষনাত ব্রেকিং নিউজ, “মুসলমান টেরোরিষ্টদের হাত থেকে অবুঝ পশুরাও রক্ষা পাচ্ছেনা। ব্যস্ত সড়কে এক টেরোরিষ্টের হাতে খুন হলো একটি নিরীহ কুকুর”
Posted on: Sat, 07 Sep 2013 14:35:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015