আমার ক্লাসে ৩৬ জন শিশু! - TopicsExpress



          

আমার ক্লাসে ৩৬ জন শিশু! কেউ খুব শান্ত, কেউ চঞ্চল! কেউ পড়াশুনায় খুব ভালো! কেউ না! নূর মোহাম্মদ, একদম পড়তে চায় না, সব সময় গল্প, খেলা! ১ম সাময়িকে ৩৬ জনের ভিতর সবথেকে খারাপ করলো নূর! বকা দেইনি। শুধু বুঝিয়েছি কেন পড়াশুনা করতে হবে, কেন মা বাবাকে খুশি করতে হবে। যারা খারাপ করেছিলো তাদের সময় বেশি দিতে শুরু করলাম! ওরা আমাকে বুঝতে শুরু করলো। আমাকে খুশি করার জন্য নিয়মিত মন দিয়ে পড়া করে আনতে লাগলো। ক্লাসে ভালো করলেই ছোট টিচার হতে পারবে, তাই সবার প্রাণপন চেস্টা কি করে আরো ভালো করা যায়। এবারের পরিক্ষায় অদ্ভুত ভাবে ভালো করেছে দুর্বল বাচ্চারা! সবথেকে অবাক করেছে নূর! সে সব বিষয়ে ১০০% মার্কস পেয়েছে! একজন শিক্ষকের জীবনে এর চেয়ে বড় আনন্দের আর কি আছে? আল্লাহ আমার বাচ্চাগুলোর জীবন এমন সাফল্যে ভরে দিও! আমীন!
Posted on: Wed, 13 Aug 2014 04:10:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015