আমার খুব ছোটবেলাকার - TopicsExpress



          

আমার খুব ছোটবেলাকার বন্ধু রোমু-রুম্পা দুই ভাই বোন....পাশের পাড়ায় বাড়ি....ওদের পাড়াতে একটা ক্লাব ছিল...সঞ্জীব ট্রেনিং কোর...বিরাট ক্লাবঘর, বিশাল টিটি বোর্ড..,গানের আসর বসত...যেতাম...হইহই করে মজা করে গান করতাম...রুম্পা ছিল খুব উচ্ছল প্রাণবন্ত ছটপটে...যে কোন জায়গায় গেলে নজর কেড়ে নিত...তারপর বড় হলাম.....বদলে গেল জীবন...আমরা যে যার মত জীবনের স্রোতে মিশে গেলাম...প্রায় তিরিশ বছর কোন যোগাযোগ নেই রোমু-রুম্পার সঙ্গে...মাস কয়েক আগে facebook এ একটা friend request.. Swarupa Bandyopadhyay...চিনতে পারিনি...বলল আমি রুম্পা- রোমুর বোন....album এ ছবি দেখলাম.... wheel chair এ বসে আছে...শুনলাম সব...4 বছর আগে ভয়াবহ car accident... কেড়ে নিয়েছে 13 বছরের ছেলে পুবলু কে...রুম্পার severe spinal injury.... lower portion paralysed...কিন্তু ভেঙ্গে পড়েনি...অদম্য ইচ্ছাশক্তি নিয়ে করে চলছে তার কাজ,অধ্যাপনা,সংসার...পুবলুর স্মৃতিতে স্বামী-স্ত্রী মিলে গড়ে তুলেছে Manjis Sarkar Memorial Trust...নানাবিধ সেবামূলক কাজ করে চলেছে ওরা...দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রী দের সাহার্য্য করা...গরীব মানুষদের জন্য চিকিৎসার ব্যবস্থা..আরো কত কি...আজ গান গাইতে গেলাম পুবলুর 17 বছরের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে...দেখলাম ওদের কাজ...মন ভরে গেল...বুঝলাম যে পুবলু আজো আছে...ভীষনভাবে আছে আর থাকবে রুম্পাদের এই কাজের মাধ্যমে...বেঁচে থাক পুবলু...বেঁচে থাক মানবিকতা...বেঁচে থাক ভালবাসা...বেঁচে থাক মৃত্যুর কাছে হার না মানা জীবনের চিরন্তন এই লড়াই...আমি ও থাকব ওদের পাশে...বন্ধু, যদি পার তোমরাও থেকো...রইল নিমন্ত্রণ
Posted on: Sun, 03 Aug 2014 20:42:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015