আমার চোদ্দ পনেরো বছর - TopicsExpress



          

আমার চোদ্দ পনেরো বছর বয়সে একটা প্রেম ছিল । মেয়েটা ছিল ননসেন্স আর ল্যাভেনডিস টাইপের... আদরে আদরে আহ্লাদে , আমার এক্স শ্বশুমশাই আমার ঐ এক্স গার্ল ফ্রেন্ডের আবেগগুলো নষ্ট করে দিয়েছিল হয়ত । এক কথায় , মেয়েটার ভেতরে কোন অনুভূতিই ছিল না। তখন আমার বয়ঃসন্ধিকাল চলছে । ভেতরের আমার তখন সব আবেগগুলো প্রখর এবং চারপাশটা এলেমেল । কেবল প্রেম শেখা , প্রথম বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের ব্যাপারটা অনুভব করার বয়স সেটা...... ২০ দিন সিরিয়াস ভাবে প্রেম ছিল । but একটা ফ্যাক্ট ঐ প্রেমের ভেতরে আজও আছে ... একদিন মেয়েটার পাশে বসে আমি চুল টানছিলাম আর হাত ধরছিলাম। মুহূর্তের মধ্যে আমার শরীর ঘেমে গিয়েছিল , বুকের মধ্যে ধপ ধপ করছিল আর মেয়েটার চুলের গন্ধটা আমাকে বাস্তবতা থেকে অন্য একটা প্যারালাল জগতে নিয়ে গিয়েছিল ... এটাই শেষ চরম কোন অনুভূতির সৃতি আমার । এরপর তো কত প্রেম করলাম , কত হাত ধরলাম but সেই অনুভূতিটা কোনদিন আর আসেনি বা কারো প্রতি কাজও করেনি ... ... ওটার জন্য অপেক্ষা করেছি অনেক , ঐ অনুভূতির প্রত্যাসাও করেছিলাম অনেকের কাছে । এটা হতে পারে হয়ত , আমার বয়ঃসন্ধিকালের অসাভাবিক হরমোনের আপস-ডাউনে সৃষ্ট বিচিত্র এক অনুভূতি ... সাধারণত মানুষ স্বপ্নে কোন গন্ধ পায় না , পেলেও মনে রাখতে পারে না ... আমি আজকে আবার সেই মেয়েটাকে স্বপ্নে দেখলাম এবং তার বডি স্মেলটাও স্পষ্ট ছিল ... Honestly বলছি , মেয়েটাকে আমি লাভ করি না বা হয়ত করতামও না কোনদিন। পছন্দ করার মত বা মনে রাখার মত তেমন বিশেষ কোন মেয়ে না সে। তবে আমার সেই বয়ঃসন্ধিকালের unfortunately অনুভব করা অনুভূতিটা সত্যি খুব ভালবাসি ... মনে না করতে চাওয়ার ব্যপারটা হয়ত এরকম - Im wasting time, now Im wasting money again and all the cigarettes that I have never smoked but i know ,its not must be truth =D
Posted on: Thu, 23 Oct 2014 05:24:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015