আমার দেখা অন্যতম সেরা - TopicsExpress



          

আমার দেখা অন্যতম সেরা একটা সিনেমা The Descendants মানুষের জীবন কী অদ্ভুত!! আমরা এত হিসেবনিকেশ কষি জীবন নিয়ে, এত পরিকল্পনা করি অথচ ভুলে যাই যে যাকে নিয়ে এত কিছু সেই জীবনটাই অনিশ্চিত। মৃত্যুর পরে আমাকে নিয়ে কি হবে , কে কী ভাববে তা আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনা । তবে কিছুটা হলেও প্রভাব রাখতে পারি জীবিত অবস্থার কাজগুলো দিয়ে। যাই হোক ,সিনেমার গল্প একজন মৃত্যুপথযাত্রী মহিলার স্বামীকে নিয়ে । একটি দূর্ঘটনায় মহিলা কোমায় চলে যায়। ভদ্রলোক হাওয়াই দ্বীপপুঞ্জের একটি অংশের উত্তরাধিকারী এবং লইয়ার। মহিলা জীবিতবস্থায় স্বামী অত্যন্ত ব্যস্ত থাকতেন তার কাজকর্ম নিয়ে, তাই তার দুটি মেয়ের মানসিক এবং আনুষঙ্গিক দিক তার কাছে মোটামুটি অজানা। স্ত্রীর এক্সিডেন্টের পর তিনি একে একে স্ত্রীর সম্পর্কে অনেক নতুন এবং অজানা সত্য আবিষ্কার করতে থাকেন , এমনকি নিজের মেয়েদেরও নতুনভাবে চিনতে জানতে শুরু করেন । একদিকে মৃত্যুপথযাত্রী স্ত্রী এবং তার সিক্রেট অন্যদিকে প্রায় অপরিচিতসম মেয়েরা ... আরো আছে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব, নিজের ইমোশন এবং সর্বপরি হাওয়াইয়ের যে অংশের তিনি ট্রাস্টি বংশধর সেই অংশের বিলিব্যবস্থা করা... এতসব কিছু একসাথে সামাল দিতে হবে ভদ্রলোককে। তিনি কি পারবেন? কেমন করে সামলাবেন ? জানতে হলে মুভিটা দেখতে হবে। এই চরিত্রে অভিনয় করেছেন George Clooney । তাকে নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। এমন একটা চরিত্র যাতে প্রচুর ইমোশন আছে কিন্তু ইমোশনাল হওয়া যাবে না। ওয়াও!! কী দুর্দান্ত অভিনয় !!! বড় মেয়ের ভূমিকায় The Fault in Our Stars তারকা Shailene Woodley অভিনয়ও চমৎকার । আর একটা কথা না বললেই নয় মুভির সিনসিনারি অর্থাৎ হাওয়াইয়ের সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে সেটা দেখার জন্য হলেও এই মুভি বারবার দেখা যায় :)
Posted on: Sat, 17 Jan 2015 19:57:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015