আমার দৃষ্টিতে Android এর কিছু - TopicsExpress



          

আমার দৃষ্টিতে Android এর কিছু ত্রুটি ---↓↓↓ 1- প্রচুর পাওয়ার খরচ করে । যে কাজ অন্য OS এ করতে 512 mb Ram ই যথেষ্ট, Android এ এটা করতে মিনিমাম 1 gb Ram লাগে। 2- যত হাই-ফাই প্রসেসর ব্যাবহৃত হয় কাজ তত দ্রুত হয় না। এটার Quad Core এ যত দ্রুত কাজ হয় অন্য OS এর Dual Core এ প্রায় কাছাকাছি দ্রুতই হয়, অথচ, স্পিড দ্বিগুন হওয়া উচিত ছিল। কিছু কিছু ক্ষেত্রে অন্য OS এর Dual Core এর স্পিড ই বেশি। 3- বেটারী বেকআপ সন্তোষজনক নয়। Windows-Ios-Blackberry তে অপেক্ষাকৃত বেশি চার্জ থাকে একই পাওয়ারের বেটারীতে। এই সমস্যা প্রায় সব Android মোবাইলেই। যদিও LG, Motorolla এর মোবাইলগুলোতে অপেক্ষাকৃত ভাল। 4- নিজের অনিচ্ছা সত্তেও Background এ প্রচুর এপস্ রান করতে থাকে। একটু পরপর Ram/Task Clean করতে হয়। 5- নেট স্পিড আরেকটু বেশি হলে ভাল হত। বিশেষ করে Windows 8 OS এর মোবাইলগুলি ব্যাবহারের পর স্পিড কমই মনে হয়েছে। যদিও Samsung, LG এর নেট স্পিড দারুন। 6- কিছুদিন পরপরই নতুন নতুন Malware আক্রমন করে। 7- Multi-Tasking করা অসুবিধা জনক। বিশেষ করে 2.3 Gingerbread এ বলতে গেলে করাই যায় না । নতুন করে এপস্ রিস্টার্ট হয়। 8- নেট কানেকশন অন করে রাখলে আপনার অনিচ্ছা সত্তেও টাকা বা mb কাটতে থাকে, কারন Background এ অটো এপস্ চলতে থাকে। যদিও Root করে সমাধান করা যায়, কিন্তু এটা কয়জনে করবে। 9- Android OS টা IOS & WINDOWS অপেক্ষা মাল্টিটাস্কিং এ স্লো, বিশেষ করে তিন চারটি কাজ একই সাথে চালু রেখে কাজ করতে Windows/Ios এ তিন মিনিট লাগলে এখানে পাঁচ মিনিট লাগে । Jelly Bean/ICS কিছুটা ফাস্ট হলেও Gingerbread এর অবস্থা ভাল না। 10- Root না করলে অনেক ফিচারই ব্যাবহার করা যায় না। কিন্তু, অনেকেই Root ঠিক ভাবে করতে পারে না, উল্টা Brick কে ফেলে। --- ত্রুটি সব OS এই আছে। আমি অনেকদিন যাবত Android ব্যাবহার করছি। এই কয়েকটা পয়েন্ট আমার ভাল লাগে নি , আরও কিছু আছে অন্যথায়, Android দারুন একটি OS। সবই করা যায়। প্রচুর Customizable। ব্যাবহার করে মজা আছে। আমি কখনই বলছি না Android খারাপ। এটাও বলছি না যে Android কিনবেন না । --- বিঃদ্রঃ এটা একান্তই আমার নিজস্ব মতামত, আমার সমস্যা আপনার কাছে সমস্যা নাও লগতে পারে।
Posted on: Thu, 08 Aug 2013 10:45:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015