আমার ফেসবুক আইডিতে একটা - TopicsExpress



          

আমার ফেসবুক আইডিতে একটা মেয়ে আছে যে প্রতিদিন কয়েকটা ছবি আপলোড দেয় । ওর প্রতিটা ছবিতে লুইচ্চামি স্বরূপ কমেন্টে লিখি কিউট,অসাধারণ,কুল,সুপার,গর্জিয়াস ইত্যাদি । এদিকে গ্রামীণফোন তো ফ্রি ফেসবুক বন্ধ করে দিল । আমিও জিরো ডট ফেসবুক ইউজ করা শুরু করলাম । মেয়েটা ছবি আপলোড দিল । কিন্তু তার ছবিটা আমি দেখতে পাচ্ছি না জিরো ডট ফেসবুকের কারণে । প্রতিদিনের মত আজকেও লিখলাম,সো কিউট । এত কিউট তুমি । যা সুন্দর লাগছে তোমাকে । কিছুক্ষণ পর দেখি মেয়েটা আমাকে ব্লক দিল । পরে আরেকটা আইডি থেকে আমাকে ব্লক দেয়ার কারণ মেসেজ দিয়ে জানতে চাইলাম । মেয়েটা বলল,আমাকে কি কুত্তা মনে হয় ? আমি বললাম,ছি ছি । এসব কি বলো । মেয়েটা বলল,তাইলে আমি যে একটা কুত্তার ছবি আপলোড দিলাম আর তুমি বললে আমাকে কিউট লাগছে,সুন্দর লাগছে । তার কথা শুনে আমি পুরাই পাগল দ্য ম্যাড হয়ে গেলাম :/ দ্য এনা-লগ পাগল ;)
Posted on: Thu, 16 Oct 2014 09:02:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015