আমার বন্ধুদের অনেকের-ই - TopicsExpress



          

আমার বন্ধুদের অনেকের-ই বিশাল নেটওর্য়াক। তারা সেই নেটওর্য়াকে অসীম ধর্য্যের সাথে সময় ও মেধা ব্যয় করে টাকা সংগ্রহ করে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সহযোগিতা করেন। আপনাদের সংগৃহিত টাকার একটি বড় অংশ ব্যয় হয়ে যায় হাসপাতালের বেড ভাড়া বাবদ। কিন্তু একটু চেষ্টা করলে চিকিৎসা ব্যয় কমানো সম্ভব। প্রতিটি বেসরকারী হাসপাতলে দরিদ্র রোগীদের জন্য ফ্রি বেডের ব্যবস্থা থাকে। আপনি হাসপাতাল কতৃপক্ষের সাথে যোগাযোগ করুন। নিদিষ্ট তারিখ জেনে নিন । কবে কতদিনের ফ্রি বেড আছে। তারপর আপনার রোগীর চিকিৎসার সুযোগ নিন। আপনি যদি দক্ষ হয়ে ওঠেন তবে প্রতিটি হাসপাতাল কতৃপক্ষের একটি নিদিষ্টি কোটা আছে ফ্রি বিনামূল্যে চিকিৎসার জন্য। সেই কোটার সুযোগ নিতে ভুলবেন না। আমরা সফল হয়েছি ফ্রি বেড, বিনামূল্যে অপারেশন থিয়েটার, ডাক্তার, ঔষধ জোগাড়ে। মনে রাখবেন ফ্রি বেড মানে ফ্রি বেড, নো ডিসকাউন্ট অর হাবিজাবি। কিছু না পেলেও। ফ্রি বেডে প্রায় প্রতিটি বেসরকারী হাসপাতলে বাধ্যতামূলক। সুতরাং সুযোগ নিতে ভুলবেন না। এই প্রক্রিয়া যা করতে হয় কোনভাবেই উত্তেজিত হলে চলবে না। ব্যবহারে বংশের পরিচয় তা আপনাকে প্রতিবারই প্রমাণ দিতে হবে। মানবসেবায় অাপনাদের নেটওর্য়াক আরো বিস্তৃণ হোক। হাসপাতালের ফ্রি বেড ও ফ্রি চিকিৎসার কোটা পূরণ করে কতৃপক্ষের লোকদের আরো পেশাদার হওয়ার সুযোগ দিন। মনে রাখবেন ফ্রি বেড কোন হাসপাতাল কতৃপক্ষের দয়া নয়। এটি সুবিধা বঞ্চিত মানুষের অধিকার । তাই এখন থেকে যে হাসপাতলে যাবেন দয়া করে অভ্যর্থনায় জিজ্ঞাসা করবেন। আপনাদের ফ্রি বেড আছে তো?? আমি ধর্য্যহীন মানুষ তারপরও আমি সফল হয়েছি। আপনারদের সফলতার হার ১০০% হোক।
Posted on: Sun, 26 Oct 2014 08:01:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015