আমার মা খুব ভাল। কিন্তু - TopicsExpress



          

আমার মা খুব ভাল। কিন্তু মাঝে মাঝে একটু চেতে যায় r কি..!!!! মা যখন দেখে তার মেয়ে থেকে কেউ কোন কিছুতে Better তখন একটাই কাজ Compare করা। জিনিসটা সাভাবিক। But Compare এ topic গুলা (Mashallah) জটিল। EXAMPLE- # ওদের মা সুসন্তান জন্ম দিসে R আমি কুসন্তান জন্ম দিসি। :P # ওদের পা ধরে পানি খাওয়া উচিত। :/ Or ওদের সাথে ভাত খাওয়া উচিত। (y) আমার আগে কথা গুলা শুনলে মাথার তার ছিরে যেত। এখন চিন্তা করে দেখলাম- কথা গুলা বেশী ১টু খারাপ না। কু R সু সন্তান মধ্যে বেশী ১টা Difference না। তোমার সন্তান হলে চলবে। R পা জিনিসটা মা cheap লাগে। হ্যাঁ তুমি বললে ওদের সাথে ওদের বাসার ভাত ও খেয়ে আসতে পারি I ve no pbm.... :D SO just Chill mummy
Posted on: Sun, 28 Dec 2014 14:33:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015