আমার মোবাইলের সিকিউরিটি - TopicsExpress



          

আমার মোবাইলের সিকিউরিটি কোড দেয়া 12345 কারন আমি জানি আমার বড় ভাই এতটা বোকা না যে আন্দাজে এই কোড দিয়ে আমার মোবাইলটা খুলবে। কিন্তু আমার পাশের বাসার ভাইটা ঠিকই এই কোড ট্রাই করে লক খুলে ফেললো! এবার বলুন তো আমার বড় ভাই চালাক হয়েও পারলোনা কিন্তু পাশের বাসার ভাইটা অতি বোকা হয়েও কিভাবে পারলো?? আসলে ব্যাপারটা হলো চিন্তাধারা! আমার বড়ভাই কল্পনাও করতে পারেনি যে আমি এত সহজ পাসওয়ার্ড দিয়েছি, বরং সে হয়তো অনেক কঠিন কঠিন পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেছে। কিন্তু পাশের বাসার ভাইটা কিভাবে পারলো? কারন তার ভাবনাটা ছিলো-দেখি 12345 দিয়া হয় নাকি,হইয়া গেছে, ভাই এত বোকা দেখ এত সহজ পাসওয়ার্ড দিছে। কিন্তু আমি কেন পাসওয়ার্ড দিয়েছি? কারন যে চালাক সে এই পাসওয়ার্ড কখনো ট্রাই করবে না,কোন প্রকার ক্ষতিও করতে পারবে না। আর যে বোকা সে এই পাসওয়ার্ড ট্রাই করে খুলে ফেললেও সে আমার মোবাইলের কোনো ক্ষতি করতে পারবে না। মোরাল অফ দা পোস্ট: ১/ আমরা সবসময় হীরে খুঁজতে অনেক দূরে যাই কিন্তু বোকারা বাড়ির পাশেই হীরে খুঁজে পায়। হীরে যে বাড়ির পাশেও থাকতে পারে। ২/ প্রতিটি কাজের ভেতরে দুইটা ভাবনা থাকতে পারে, আর তা হলো, খুব বোকা, আর সঠিক বুদ্ধি। কার্টেসিঃ অর্থহীন_চিহ্ন
Posted on: Mon, 05 Aug 2013 09:21:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015