আমার সিগারেটের এসট্রেটা - TopicsExpress



          

আমার সিগারেটের এসট্রেটা নীল রঙের। সিগারেটের টুকরো গুলো একদিন জীবন্ত থাকে।তারপর অপেক্ষা করে কখন এদের জানালা দিয়ে উড়িয়ে দেওয়া হবে! অথচ এদের প্রতিটি হয়ত আমার কোন না কোন কিছুর সাক্ষী ছিল। রাত দুটো বেজে গেলে অঞ্জনদার গানের সাথে জ্বলেছিল কেউ। কেউ হয়ত নেহাত আমাকে একা থাকতে দেবে না বলে লটকে ছিল ঠোঁটে। মাসের শেষে এসট্রে ভরে যায়। কাগজের টাকা দিয়ে এদের কিনতে পাওয়া যায়। কিছুক্ষণ আমার সাথে থাকবে। ব্যাবহার করে রাস্তায় ফেলে দিব। তাতে কোন অভিমান থাকে না। কোন ইতিহাস থাকে না। শুধু পাঁচ মিনিটের একটা গল্প। সেই গল্প বুঝে শুধু ধর্ষিতা। তাদেরও কোন ইতিহাস থাকে না। ব্যাবহার করে রাস্তায় ফেলে দিবে। শুধু পাঁচ মিনিটের একটা তামাশা। লিখেছেনঃ- Zunayed Evan
Posted on: Wed, 03 Dec 2014 08:15:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015