আমার সিনেমা দেখার ইতিহাস - TopicsExpress



          

আমার সিনেমা দেখার ইতিহাস বেশ প্রাগৈতিহাসিকই বলা যায়। সেই ছোট বেলা থেকেই সিনেমা পাগল ছিলাম। স্কুল পালিয়ে বহু সিনেমা দেখেছি। সাইকেলে করে এক উপজেলা থেকে আরেক উপজেলার সিনেমা হলে গিয়েছি। তিন চার ঘন্ট বাহিরে থাকা যাবে না তাই এক সিনেমা দুই দিন দেখতাম। প্রথম দিন বিরতি পর্যন্ত,পরের দিন বিরতির পর থেকে। ইন্টারমিডিয়েটে ঢাকা আসার পর শুরু হয় আরেক অধ্যায়। ঢাকার কালচারাল সেন্টারগুলো যাযাবরের মত চষে বেড়িয়েছিল। আমি নিশ্চিত ঐ সেন্টারের চেয়ারগুলো পর্যন্ত আমাকে চিনে। এমনও দিন গেছে যেদিন চারটি করে সিনেমা দেখাতো, দুপুর দুইটায় সিনেমা দেখা শুরু করতাম, শেষ হতো রাত দশটায় !এভাবে চলতো টাকা তিন থেকে চার দিন।দীর্ঘক্ষণ এভাবে দেখার চোখ ঝালা করতো কিন্তু সিনেমা দেখা থামতো না। একটা সময়ে সিনেমা নিয়ে পড়াশোনা, সিনেমা নিয়ে কাজ করার সুতীব্র ইছা ছিল। কিন্তু বিভিন্ন কারনে সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু সিনেমা দেখা চলছে, এখন আর সেই দৌড়াদৌড়ি নেই এখন পিসিতে সিনেমা দেখি। যাই হোক__এক বন্ধু তাঁর পছন্দের তালিকা নিয়ে আমাকেও বলেছেন দেয়ার জন্য। এত এত সিনেমা দেখা হয়েছে যে তাঁর লিস্ট করলে একটা মহাকাব্য হয়ে যাবে। সেখান থেকে একটা তালিকা বানানো অস্বাভাবিক যন্ত্রণাদায়ক। কিন্তু বন্ধুর দাবী তো মানতেই হবে। যে যে সিনেমাগুলো দেখার সময় মনে একটা গভীর রেখাপাত করেছিল সেখান থেকে কিছু মুভি পিক করা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে কিছু নাই। নামের ইংরেজি বর্ণের ক্রম অনুসারে সাজিয়েছি, সর্বশেষে দুটি বাংলা নাম । আমার ফেভারিট screenwriter – যা ক্লদ কারিয়ার(Jean-Claude Carrière) অভিনেত্রীদের মধ্যে ভাল লাগে-জুতিয়েট বিনোশ। অভিনেতাদের মধ্য- জেরার্দ দেপেরদিউ(Gérard Depardieu) অনেক কথা বলে ফেলছি, এবার তালিকা- 1. Behind the sun- Directed By Walter Salles, 2001, Brazil 2. Central station- By Walter Salles, 1998, Brazil- French 3. City Lights By Charles Chaplin, 1931, USA 4. Cinema paradoso – By Giuseppe Tornatore, 1988, Italy 5. Spring, summer, fall, winter……… and spring- By Kim Ki-duk, 2003, N. Korea 6. Schindlers List – By Steven Spielberg, 1993, USA 7. Seven samurai- By Akira Kurosawa, 1954, Japan 8. Spartacus – By Stanley Kubrick, 1960, USA 9. The bicycle thief- By Vittorio De Sica, 1948, Italy 10. Live is beautiful- By Roberto Benigni, 1998, Italy 11. Tilaï (The law) – By Idrissa Ouedraogo, 1990, Burkina Faso 12. Tristana - By Luis Buñuel, 1970, Spain 13. The Decalogue - By Krzysztof Kieślowski, 1989, Poland 14. The seventh seal- By Ingmar Bergman, 1957, Sweden 15. The Godfather- By Francis Ford Coppola, USA 16. The road home- By Zhang Yimou, 1999, China 17. Vivre Sa Vie (My life to live) - By Jean-Luc Godard, 1962, French 18. Wild Strawberries – By Ingmar Bergman, 1957, Sweden 19. গেরিলা- বাই নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ২০১১, বাংলাদেশ 20. জন অরণ্যে- বাই সত্যজিৎ রায়, ১৯৭৬, ভারত
Posted on: Thu, 04 Sep 2014 18:20:19 +0000

Trending Topics



n-left:0px; min-height:30px;"> Saturn, June 22, 2014 at 11:25 p.m., photographed from our

Recently Viewed Topics




© 2015