আমার সকল ফেইসবুক - TopicsExpress



          

আমার সকল ফেইসবুক ফ্রেন্ডকে গল্পটা পড়ার অনুরোধ রইলো! >>>>> একটা কুত্তিকে দেখে ৩টা কুকুর ডাক দিল । । ১ম কুকুর : বাউউউঊ..........বাউউউঊ.......... ২য় কুকুর : বাউউউঊ....বাউউউঊ.... ৩য় কুকুর: বাউউউঊ..........বাইইইইঈ......... এটা শুনে ১ম ও ২য় কুকুর মিলে ৩য় কুকুরটিকে কামড়-খামচি মারতে শুরু করলো । ১ম ও ২য় কুকুর : কামড়া শালারে কামড়া !! ৩য় কুকুর (কাঁইন্দা কাঁইন্দা): তোরা আমাখে কামড়ালি ক্যান ?? :-( ১ম+২য় কুকুর : আমরা এখানে মজা লইতেছি আর শালা, তুই কুত্তিমনিরে ভাগাই দিলি ক্যান? মার শালারে মার!!!!!!!!!!! গল্পটা এখানেই শেষ না, অপরের গল্পটা হাস্যকর মনে হলেও বর্তমানে আমাদের আর এই কুকুর গুলার মধ্যে কি কোন পার্থক্য আছে? রাস্তায় কোন মেয়ে দেখলেই তো আমরা শুরু হয়ে যাই! বলতে বাধ্য হচ্ছি যে বাইরে থেকেই আমরা তার ফিগার ইমেজিন করার চেষ্টা করি! যদিও সে মার্জিত ভাবে বোরখা পরিধান করে! আমাদের মধ্যে ৩য় কুকুরটার মত কিছু মানুষ আছে যারা এসবের প্রতিবান করতে যায়, যার ফলে তারা বেশিরভাগ ক্ষেত্রেই আঘাতপ্রাপ্ত হয়! আসলে আমাদের দেশে এরকমটা হবার মুল কারণ হচ্ছে বহি:সংস্কৃতির প্রভাব! শহরের বেশিরভাগ মেয়েই এখন এই সংস্কৃতির শিক্ষায় শিক্ষিত! এমন কিছু মেয়ের কারণে ছেলেরা ভাল মেয়েদের দিকেও খারাপ দৃষ্টিতে তাকায়! আমরা এখন নামের বাংঙ্গালী, আমরা পালিত হচ্ছি ইন্ডিয়ান/ওয়েস্টার্ন সংস্কৃতিতে! আজ-কাল বাজারে মার্জিত পোশাকের বড়ই আভাব! লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার কি মুল্য দিচ্ছি আমরা? দেশের সম্পদ বাইরের দেশে যাচ্ছে, আর তাদের অসভ্য সংস্কৃতি আমাদের দেশে প্রবেশ করছে! হয়তো অনেকেই আমার কথায় নারাজ হবেন! কিন্ত বিশ্বাস করেন আমার তাতে কিছুই আসে যায় না! মনে রাখবেন, আপনি যাই করেন না কেন, আল্লাহর কাছে আপনার আখেরের হিসাব আপনাকেই দিতে হবে! আফসোস একটাই যে আমরা আমাদের স্বাধীনতার অপ:ব্যাবহার করছি! note : আমার লেখাটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য! যারা আমার কথায় একমত না তারা নিজ দায়িত্বে মাইন্ড খাবেন! কারণ আমি মাইন্ডে দেয়ার জন্যেই কথাগুলা লিখেছি! Written by: লেমন আহাম্মেদ রোমিও
Posted on: Wed, 31 Jul 2013 01:32:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015