আমার সব বন্ধুরা কেমন - TopicsExpress



          

আমার সব বন্ধুরা কেমন আছেন? আজ আনেক পর ১টা জমিয়ে পোস্ট লিখতে বসলাম এবং লিখে ফেল্লাম। আমার পোস্ট big show কে নিয়ে। ★★★★ big show ★ রিয়েল নাম : paul randall wight. রিং নাম : paul wight ★ the giant ★ the big nasty basta ★ big show. জন্ম: ফেব্রুয়ারি, ৮, ১৯৭২। জন্ম স্থান : tampa, Florida. উচ্চতা : ৭ ফুট। ওজন : ১৯৩ কেজি। ট্রেনিং নিচে : jim duggan এবং glenn ruth এর কাছ থেকে। তিনি রেসলিং এ ডেবট করেন : অক্টোবর, ২৯, ১৯৯৫। big show প্রথম wcw তে তার রেসলিং কেরিয়ার শুরু করেন।wcw তে big show এর ডেবট হয় halloween havoc এবং hulk hogan এর একটা ম্যাচে। ম্যাচটা ছিল wcw world heavywight champion ম্যাচ। wcw তে কিছু দিন থাকার পর ১৯৯৯ সালে ৯, ফেব্রুয়ারি তিনি WWF তে ডেবট করেন। big show wwf এ আসেন villainous টিম এর মেম্বার হয়ে টিমটা ছিল vince memahon এর।vince memahon এবং steve Austin এর ম্যাচ চলা কালীন big show এর আগমন ঘটে। এই ম্যাচে big show Austin কে আক্রমণ করে। big show WWF এ অনেক ফিউড করে Austin থেকে kane এবং John cena থেকে the miz পযরন্ত। big show wwe কে অনেক কিছু দিয়েছে কিন্তু সে big show আজ অবহেলিত। wwe এর দরকার big show কে আর ১ বার heavywight champion এবং wwe champion করার। big show ১১ বারের teg team champion। তিনি আমাদের অনেক আনন্দ দিয়েছে এখনো দিচ্ছে। তিনি মনে হয় আমাদের মাঝে ২০১৬ সাল পযরন্ত আছে কারন ২০১৬ সালে তার কন্ট্রাক্ট শেয যদি তিনি আবার আসতে চাই তাহলে ২০১৬ পরে তাকে আবার দেখবেন। big show ২০০১ সালে the rock কে eliminate করে royal rumble বিজয়ী হন। big show প্রথমে basketball player হতে চেয়েছিল কিন্তু তার ওজন এর কারনে তা আর হয়নি ।এরপর football team এ যুগ দেন কিন্তু একই সমস্যা। big show ফেব্রুয়ারি, ১৪, ১৯৯৭ সালে প্রথম বিবাহ করেন। তার প্রথম স্ত্রী নাম melissa. ফেব্রুয়ারি, ৬, ২০০২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং ফেব্রুয়ারি, ১১, ২০০২ সালে তিনি ২য় বিবাহ করেন। তার ২য় স্ত্রী নাম katra mados. তার প্রথম স্ত্রী ছিল ১টি মেয়ে নাম cierra. এবং ২য় স্ত্রী ছিল ২ ছেলে। তার ফিনিশিং মুভ : ★ chokeslam ★ colossal clutch ★ knockout punch. তার champion :-(WCW , ECW, WWF/E) ★ wcw world heavyweight champion (2 time)(222 day) ★ wcw world tag team champion (3 time) (223 day) with- ★ lex luger ★ sting ★ scott hall. ★ ecw world champion (1 time) (70 day) ★ world heavywight champion (2 time) (451 day) ★ world teg team champion (5 time) with - ★ the undertaker (2 time) ★ kane (1 time) ★ chris Jericho (1 time) ★ the miz (1 time) ★ wwe intercontinental champion (1 time)(224 day) ★ wwe tag team champion (3 time) (228 day) with - ★ chris Jericho ★ the miz ★ kane. ★ wwe United States champion (1 time)(229 day) ★ wwf/e champion (2 time) (461 day) ★ wwf hardcore champion (3 time) (232 day) ★ 24th triple crown champion. ★ 12th grand slam champion. ★ slammy award for tag team of the year (2009) with - chris Jericho. ★ slammy award (2010) with - team smackdown. ★ slammy award (2011) with - mark Henry ( এই awars টা পাই mark Henry কে নিয়ে wwe এর stages ভাঙ্গবার জন্য) ★ slammy award (2012) ★ slammy award (2013) for awesome moment of the year. প্রশ্ন : আপনারা কী big show কে লাইক করেন? কি জন্য লাইক করেন? সবার উত্তর আশা করছি। the master of pain # fhkhan
Posted on: Wed, 26 Nov 2014 10:46:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015