আমার সবচেয়ে প্রিয় Film Maker. - TopicsExpress



          

আমার সবচেয়ে প্রিয় Film Maker. _____________________ মাজিদ মাজিদি (ফার্সি) (জন্ম: ১৭ই এপ্রিল, ১৯৫৯) প্রখ্যাত ইরানী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং চিত্রনাট্য লেখক। তিনি ইরানের রাজধানী তেহরানে জন্মগ্রহণ করেন। মাজিদি সবচেয়ে বেশী পরিচিতি লাভ করেন অস্কার মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্র বাচেহা-ই-আসমান (চিলড্রেন অফ হেভেন) এর জন্য। তিনি মূলত শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেন। মাজিদের জন্ম ইরানী মধ্যবিত্ত পরিবারে । তেহরানে বেড়ে ওঠা মাজিদ ১৪ বছর বয়স থেকেই অপেশাদার নাট্যদলের সাথে কাজ করতেন । পরবর্তীতে তেহরানের Institute of Dramatic Arts থেকে তিনি নাট্যকলার উপর শিক্ষা গ্রহণ করেন । ১৯৭৯ সালে ইরানী বিপ্লবের পর চলচ্চিত্রের দিকে আগ্রহী মাজিদ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন, এর মধ্যে উল্লেখযোগ্য হল ১৯৮৫ সালে মুক্তি পাওয়া মোহসেন মাখমালবাফের বয়কট । ২০০৪ সাল পর্যন্ত মাজিদ ছিলেন Academy Award এর জন্য মনোনীত একমাত্র ইরানী চলচ্চিত্রকার । ১৯৯৮ সালে নির্মিত বাচেহা-ই-আসমান ছবিটির জন্য তিনি সেরা বিদেশী ভাষায় নির্মিত ছবির জন্য Academy Awards এর মনোনয়ন পান, কিন্তু রবার্তো বেনিনির Life Is Beautiful সে বছর এই পুরষ্কারটি পায় ।
Posted on: Tue, 09 Dec 2014 06:35:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015