আমগো পররাষ্ট্রমন্ত্রী - TopicsExpress



          

আমগো পররাষ্ট্রমন্ত্রী কইতাছে- বৃটিশ প্রধানমন্ত্রী কইছেন, বাংলাদেশের নির্বাচন এখন অতীত। ভবিষ্যতের দিকে তাকাতে হইবে। যুক্তরাজ্য বাংলাদেশের সাথে নিবিড় সম্পর্ক চায়। বৃটিশ সরকার বাংলাদেশ সরকারের সাথে একযোগে কাজ করে যাবে। আর বৃটিশ প্রধানমন্ত্রীর অফিসের ওয়েবসাইট জানাচ্ছে - The PM noted our disappointment over the January 2014 Bangladesh election with more than half of constituencies uncontested. They agreed on the importance of an open society and political system in which democratic political participation and media freedoms are respected. হলুদ মিডিয়ার পাশাপাশি হলুদ সরকারের হলুদ পররাষ্ট্রমন্ত্রী :v ইহাদের এই সব কাণ্ডকারখানা দেখিয়া আবুল হাসেমের একখান উপন্যাসের কথা মনে পইড়া গেল। নাম হইল আলোর পরশ। সেইখানে এক মাইয়া প্রচণ্ড খেইপা গিয়া এক ষণ্ডাকে বেধড়ক পিটুনি দেয়। ষণ্ডা ক্ষেপে গিয়ে সেই মেয়েকে যাতে কোন ক্ষতি না করে সেই জন্য একজন তার এই পিটুনির অর্থ করে এই ভাবে- ওদের এলাকায় যখন কোন মেয়ে কোন পুরুষকে ভালোবাসে তখন তাকে এভাবেই পিটুনি দেয়। :v
Posted on: Fri, 25 Jul 2014 10:57:42 +0000

Trending Topics




© 2015