আমরা কারো waste-এর Dumping Ground হবো - TopicsExpress



          

আমরা কারো waste-এর Dumping Ground হবো না ......................................................................... আজ সারদিন অবৈধ chemicals এবং waste-এর যে কোনো চালান কোনো দেশে রিলিজ না করার কৌশল নিয়ে আলোচনা এবং গ্রুপ স্টাডি হলো। পরিবেশকে বর্জ্যমুক্ত রাখা এবং কোনো দেশকে কেউ যেন waste পাঠিয়ে dumping ground করতে না পারে অথবা কেউ জীবনবিধ্বংসী chemicals আমদানি করতে না পারে তা নিয়ে Basel Convention অনুসরণ করার এবং Risk profiling নিয়মিত update করার বিষয়ে সকল দেশকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হলো। দেশে ফিরে বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ে জানাতে হবে এবং কাস্টমস অফিসারদের extensive training-এর ব্যবস্হা করতে হবে। এ বিষয়ে দেশের মানুষের ভেতর awareness সৃষ্টি করতে হবে। আমাদের দেশকে সবুজ রাখার দায়িত্ব আমাদের সকলের । কাল সকালে আমরা কলম্বো কাস্টম হাউস পরিদর্শনে যাবো এবং ওদের risk profiling-এর বিষয়গলো দেখবো কলম্বো বন্দরে । এদিকে আজ সন্ধ্যায় তুমুল বৃষ্টিপাত শুরু হওয়ায় sight-seeing হলো না । [ প্রথম ছবিটি গতকালের, অতিথিদের সঙ্গে অংশগ্রহনকারীদের পক্ষে আমি শ্রীলঙ্কার রীতি অনুযায়ী প্রদীপ জ্বালিয়ে workshop উদ্বোধনে অংশ নিচ্ছি, দ্বিতীয় ছবিটিতে একটি গ্রুপে ৮ দেশের প্রতিনিধিরা গ্রুপ স্টাডিতে বের করবার চেষ্টা করছি ভবিষ্যত কর্মকৌশল। ] কলম্বো, শ্রীলঙ্কা, ১১ নভেম্বর, ২০১৪
Posted on: Tue, 11 Nov 2014 17:15:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015