আমরা কি লক্ষ করে দেখেছি - TopicsExpress



          

আমরা কি লক্ষ করে দেখেছি যে, আমরা অনেকেই ঘুমানোর আগে #ফেইসবুকে চ্যাট করতে করতে ঘুমিয়ে যাই | সকালে ঘুম ভেঙ্গে উঠে দেখি মোবাইল হাতে কিংবা বুকের উপর | ওই অবস্থায় চোখ ডলতে ডলতে আবার fb তে ঢুকি,কোনো ম্যাসেজ বা নটিফিকেশন আসছে কিনা দেখার জন্য | এর মানে কি হলো, আমাদের দিন শেষ হয় fb দিয়ে, আর শুরুও হয় fb দিয়ে | আসলে ইসলাম কি এটা বলে? প্রত্যেক মুসলমানের উচিৎ ঘুমানোর ও ঘুম থেকে ওঠার সময় দোয়া-দুরুদ পাঠ করা | একটু চিন্তা করে দেখা উচিৎ যে, আমরা ইসলাম থেকে কতটা দূরে আছি | #___Modest
Posted on: Tue, 28 Oct 2014 15:20:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015