আমরা গর্বিত, এমন একটা - TopicsExpress



          

আমরা গর্বিত, এমন একটা ম্যাচে হেরেও আমরা গর্বিত। এইবার রানার্স আপ হয়েছি, ইনশাল্লাহ আগামিবার চ্যাম্পিয়ন হবই। কষ্টের রঙ নীল। আজকেই তোমাদের নীল জার্সি পড়তে হয়েছে ? মেসি শুধু তোমার জন্যই কান্না পাচ্ছে আরেকটা কথা, ব্রাজিল সমর্থকরা লাফালাফি করিও না আজ আমরা হেরেছি দেখে। আমরা তো রানার্স আপ হয়েছি, তোমরা তো একটা কলাও পাও নাই। আমরা ১২০ মিনিটে ১টা গোল খেয়েছি, আর তোমরা ৯০ মিনিটেই ৭ টা খেয়েছিলে জার্মানির কাছে !! তারপরও আমার ফ্রেন্ডলিস্টের যারা লাফালাফি শুরু করে দিয়েছ তাদের বলছি, লাফালাফি তোমাদের মানায় না, লজ্জা থাকলে বন্ধ করো congratulations to GERMANY ! congratulations to Leo Messi for winning Golden Ball we are proud of u Argentina, you showed the world the best are your worth! Win, Lose or Tie, In Argentina we believe till Die !! # ArgentinaForLife
Posted on: Mon, 14 Jul 2014 06:40:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015