আমরা জানি সড়ক আটকিয়ে - TopicsExpress



          

আমরা জানি সড়ক আটকিয়ে রাখা গাড়ি ভাংচুর করা টা আপনারা সাধারণ মানুষ ও অন্যান্য ছাত্র ভাইরা সঠিক মনে করছেন না এবং এটা সঠিক না আমরাও জানি। কিন্তু আমরা কি করবো??? কেউ বলতে পারবেন??? ভাল ভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে তো ৫ বছর থেকে করে কোন লাভ হয়নি। যেখানে স্বরাস্ট্র মন্ত্রি নিজে এসেই আমাদের আশ্বাস করে গেলেন দাবী গুলো মানা হবে তারপরও কেন মানা হচ্ছে না? আর ১টা কথা কি এটা আপনারা সবাই জানেন আমাদের দেশে আন্দোলন মানেই ভাংচুর ও অবরোধ। সব আন্দোলন এর বেলাতেই ভাংচুর ও অবরোধ হয় শুধু আমাদের বেলা হলে কেন আমাদের খারাপ ভাবা হবে কেন? আর যেখানে আমাদের Supervisor করা হচ্ছে সেখানে তো চুপ থাকার কোন যুক্তি দেখছি না আমরা। যদি থাকে আপনারা কষ্ট করে দেখাবেন। এক জাগায় দেখলাম অনেকেই কমেন্ট করেছে খারাপ ছাত্ররাই পলিটেকনিকে পড়ে এবং খারাপ দেখেই এসব করছে... ভাই আমরা খারাপ ছাত্র না আমাদেরকেও ইন্টারভিউ দিয়ে চান্স পেতে হয়। সন্দেহ থাকলে আপনারা দেখতে পারেন খোঁজ নিয়ে বাংলাদেশের প্রতিটি সরকারী পলিটেকনিক এ কমপক্ষে ৩০% জিপিএ ৫ ধারি ছাত্র-ছাত্রী আছে। মিডিয়া দেখছি শুধু ভাঙচুর দেখাচ্ছে আর ধাওয়া পাল্টা ধাওয়ার খবর প্রকাশ করছে। আমাদের দাবী গুলো কি তারা তুলে ধরতে পারছেন না??? আরও দেখছি পুলিশ ও ছাত্র হতাহতের খবরই দেখানো হচ্ছে কিন্তু এ পর্যন্ত যে কয়জন মারা গেলো পুলিশ এর গুলিতে সেটা কি দেখানো উচিত মনে করেন না আপনারা? এরপরও যদি আমাদের আন্দোলন কে অযৌক্তিক মনে হয় তাহলে দয়া করে যৌক্তিক কারণ টা বলুন । আমরা আপনাদের
Posted on: Mon, 30 Sep 2013 07:45:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015